Sunday, November 16, 2025

১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি সাংসদকে গো ব্যা.ক স্লো.গান কালিম্পংয়ে

Date:

Share post:

কালিম্পংয়ের বন্যাদুর্গত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি কালিম্পংয়ের রাম্ফু এলাকায় যান। সেখানেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন সাংসদকে। এলাকাবাসী তাঁর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। ১০০ দিনের টাকা কেন আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। গত ৫ বছরে তিনি সাংসদ হিসেবে কী করেছেন তারও জবাবদিহি করেন স্থানীয় বাসিন্দারা। সাংসদ নিজে ক্ষুব্ধ বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করলেও সফল হননি। ফলে বাধ্য হয়েই বিক্ষোভের মুখে তাঁকে এলাকা ছাড়তে হয় তাঁকে।

উল্লেখ্য, সিকিমে তিস্তায় হড়পা বানের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কালিম্পংয়ের তিস্তা নদী সংলগ্ন বেশ কিছু এলাকা। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। অভিযোগ সিকিমের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হলেও কেন্দ্রের তরফে এখনও কালিম্পংয়ের জন্য কোনও ক্ষতিপূরণ ঘোষণা হয়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও অনেক আগে থেকেই ক্ষোভ জমাট বেঁধেছে। উল্লেখ্য, একের পর এক কেন্দ্রের বঞ্চনার জেলে বিজেপি নেতা নেতৃত্বরা যেখানেই যাচ্ছেন মানুষ তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। ১০০ দিনের টাকা না দেওয়া, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি-সহ সাধারণ মানুষের সঙ্গে একের পর এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। তাই বিজেপি মন্ত্রি-সংসদরা যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষকে তাঁদের জবাবদিহি করতে হচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে ভোট কিনেছেন বিজেপির নেতারা কিন্তু হয়নি প্রতিশ্রুতিপূরণ। হয়নি উন্নয়ন। এমনকী প্রাকৃতিক বিপর্যয়ও দুর্গতদের পাশে দেখা যায়নি বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদদের। রাজ্য সরকারের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হতে কালিম্পং -এ নাম কিনতে গিয়েছিলেন বিজেপির সাংসদ রাজু বিস্ত। সাধারণ মানুষের কাছে জবাব পেয়েছেন তিনি। তার কোনও প্রতিশ্রুতি আর খাটেনি বরং সাধারণ মানুষ তাকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছেন।

আরও পড়ুন- বৃষ্টিকে ব্যাকফুটে ফেলে নবমী নিশিতে উন্মাদনার ইনিংস!

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...