Sunday, August 24, 2025

কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে পড়বে ঠাণ্ডা? আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে একাদশীর পর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া (Weather)। বর্তমানে মেঘলা আকাশের দেখা নেই। এদিকে স্বাভাবিকভাবেই শীতের অপেক্ষায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। আর সেকারণেই আগামী কয়েক দিনে কমবে তাপমাত্রা। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া ফের একবার প্রভাব বিস্তার করবে। আর সেকারণেই আগামী দুই-তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা (Temperature) বেশ কিছুটা কমতে পারে। তবে ঘূর্ণিঝড় বাংলাদেশে (Bangladesh) সরে যাওয়ায় নতুন করে বাংলায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে শীতের আমেজ। অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে আগামী দু’তিন দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীত আসতে আর বেশি সময় বাকি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সন্ধ্যার পর কমবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকতে পারে। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

 

 

 

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...