Monday, January 12, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে পড়বে ঠাণ্ডা? আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে একাদশীর পর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া (Weather)। বর্তমানে মেঘলা আকাশের দেখা নেই। এদিকে স্বাভাবিকভাবেই শীতের অপেক্ষায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। আর সেকারণেই আগামী কয়েক দিনে কমবে তাপমাত্রা। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া ফের একবার প্রভাব বিস্তার করবে। আর সেকারণেই আগামী দুই-তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা (Temperature) বেশ কিছুটা কমতে পারে। তবে ঘূর্ণিঝড় বাংলাদেশে (Bangladesh) সরে যাওয়ায় নতুন করে বাংলায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে শীতের আমেজ। অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে আগামী দু’তিন দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীত আসতে আর বেশি সময় বাকি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সন্ধ্যার পর কমবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকতে পারে। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

 

 

 

spot_img

Related articles

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...