ই.জরায়েলকে জবাব দিতে হাত মেলাল হা.মাস, হি.জবুল্লা এবং পি.আইজে নেতৃত্ব

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বৃহস্পতিবার সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

হামাস মঙ্গলবার দু’জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়ে জানিয়েছিল,  অন্যদেরও মুক্তি দেওয়া হবে। কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বৃহস্পতিবার সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

গত ৭ অক্টোবর ভোরে হামাসের হামলার পরে ধারাবাহিক ভাবে গাজায় ক্ষেপণাস্ত্র এবং বিমানহানা চালালেও এই প্রথম বার স্থলপথে অভিযান শুরুর ঘোষণা করল তেল আভিভ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গাজা ভূখণ্ডে সম্ভাব্য ইজরায়েলি আগ্রাসনের মোকাবিলার পথ খুঁজতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে বৈঠকে বসেন হামাস এবং আর এক প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী ‘প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ’ -এর নেতৃত্ব।যুদ্ধের ১৯তম দিনে বুধবার গাজা ভূখণ্ডে ইজরায়েলি সেনার হামলায় নিহত অসামরিক প্যালেস্তিনীয় নাগরিকের সংখ্যা ছ’হাজার পেরিয়েছে। মোট নিহতের সংখ্যা ৬,৫৪৫। আহত প্রায় সাড়ে ১৭ হাজার। আর এক প্যালেস্তিনীয় ভূখণ্ড ওয়েস্টে ব্যাঙ্কে ইজরায়েলি হামলার বলি ১০৩। আহত ১,৮২৩ জন। অন্য দিকে, হামাসের হামলায় এ পর্যন্ত ১,৪০৫ জন ইজরায়েলি নাগরিক নিহত হয়েছেন। আহত প্রায় সাড়ে পাঁচ হাজার।
হিজবুল্লার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক বিজয় অর্জনের লক্ষ্যেই এই বৈঠক।

Previous articleকলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে পড়বে ঠাণ্ডা? আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের
Next articleশুক্রেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল! ঝঞ্ঝাট এড়াতে শহরবাসীর জন্য বাড়তি বাস-মেট্রো