Monday, August 25, 2025

শুক্রেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল! ঝঞ্ঝাট এড়াতে শহরবাসীর জন্য বাড়তি বাস-মেট্রো

Date:

Share post:

শুক্রবারই রেড রোডে (Red Road) দুর্গাপুজোর কার্নিভাল। আর সেই উপলক্ষে বেশি রাত পর্যন্ত মেট্রো রেল (Metro Rail) ও সরকারি-বেসরকারি বাস চলবে বলে খবর। রাজ্য পরিবহণ নিগম ইতিমধ্যে জানিয়েছে তাদের সব ক’টি গুরুত্বপূর্ণ রুটে প্রায় মধ্যরাত পর্যন্ত বাস চলবে। ফলে দুর্গাপুজোর কার্নিভাল (Durga Puja Carnival) দেখে বাড়ি ফিরতে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেকারণেই এমন উদ্যোগ বলে খবর।

পরিবহণ নিগম সূত্রে খবর, গড়িয়া, যাদবপুর, পাটুলি, নিউ টাউন, ঠাকুরপুকুর, আমতলা, পর্ণশ্রী, বালিগঞ্জ, ডানলপ-সহ একাধিক রুটে শুক্রবার রাতে ২৩টি সরকারি বাস চলবে। এছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ রুটে বেসরকারি বাস, অটো সচল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্নিভাল উপলক্ষে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষের কাছে বেশি রাত পর্যন্ত ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। ওই দিন সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। এছাড়াও এদিন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

spot_img

Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...