Friday, August 22, 2025

বিশ্বকাপে রেকর্ড গড়েই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ম‍্যাক্সওয়েল, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় অস্ট্রেলিয়া। ৩০৯ রানে জেতে অজিরা। সৌজন্যে ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম‍্যাক্সওয়েল। ১০৪ রান করেন ওয়ার্নার। ১০৬ রান করেন ম‍্যাক্সওয়েল। এই রানের সৌজন্যে রেকর্ড গড়েন তিনি। দ্রুততম শতরানের রেকর্ড তাঁর নামের পাশে। ৪০ বলে শতরান করেছেন ম‍্যাক্সওয়েল। তবে রেকর্ড গড়েই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

 

বুধবার ছিল দিল্লিতে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ। দর্শকদের মনোরঞ্জনের জন্যে দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতির সময়ে আলোর খেলা এবং কারিকুরির ব্যবস্থা রেখেছিলেন আয়োজকেরা। সেই নিয়ে তীব্র প্রতিবাদ করলেন ম‍্যাক্সওয়েল। তবে অস্ট্রেলিয়ার আর এক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের সমর্থন করেছেন আয়োজকদের।

দর্শকদের মনোরঞ্জনের জন্যে দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতির সময়ে চলে আলোর খেলা। সেই সময়ে ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছিল হাত দিয়ে চোখ ঢেকে রাখতে। এই নিয়ে ম‍্যাচের শেষে ম‍্যাক্সওয়েল বলেন,” ক্রিকেটারদের জন্যে সবচেয়ে বড় নির্বোধের মতো ভাবনাচিন্তা এটা। ম্যাচের মাঝে হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়ার পর তা জ্বালানোয় চোখের মানিয়ে নিতে সমস্যা হয়। আমার মনে আছে পার্থ স্টেডিয়ামে একটা খেলায় এভাবেই আলোর শোয়ের পর একটা উইকেট হারিয়েছিলাম। চোখকে আবার স্বাভাবিক আলোর সঙ্গে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল আমার। মনে হচ্ছিল যন্ত্রণায় মাথা ছিড়ে যাচ্ছে। তাই জন্যে এধরনের পরিস্থিতিতে আমি চোখ ঢেকে রাখি। তবে আমার মতে এটা খুব, খুব খারাপ একটা ভাবনা।”

যদিও অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ম‍্যাক্সওয়েলের বিরোধীতা করে তিনি টুইটারে লেখেন, “আমার তো আলোর শো-টা দারুণ লেগেছে। কী অসাধারণ পরিবেশ। সমর্থকদের জন্যেই সব কিছু। আপনারা না থাকলে আমরা যেটা করতে ভালবাসি সেটা করতেই পারতাম না।”

আরও পড়ুন:বিশ্বকাপের কোন ম‍্যাচে ৫০ তম শতরান করবেন বিরাট? জানালেন গাভাস্কর

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...