Thursday, December 25, 2025

‘ভাঁ.ওতাবাজি’ নয়, ক্ষমতায় এলেই কৃষকদের ঋণ মুকুব! ছত্তিশগড়ের সভা থেকে মোদিকে ধুয়ে দিলেন রাহুল

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। নভেম্বরের (November) প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে ছত্তিশগড়ের (Chattisgarh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগেই ছত্তিশগড়ের বস্তারের নির্বাচনী সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে রাহুলের প্রতিশ্রুতি ছত্তিশগড়ে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মুকুব করবে কংগ্রেস। এরপরই রাহুল নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদি প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজে তা বাস্তবায়িত হয়নি। কৃষকদের (Farmers) বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি।

তবে এখানেই থেমে না থেকে রাহুলের অভিযোগ, কৃষকদের ঋণ মুকুব করার কোনও প্রচেষ্টাই নেই মোদি সরকারের। শুধুমাত্র আদানির ঋণ মুকুব করাই কেন্দ্রের একমাত্র লক্ষ্য। এর আগেও কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ঋণ মুকুব করার এবং আমরা তা করে দেখিয়েছি। আমি কথা দিচ্ছি আমাদের দল ছত্তিসগড়ে ক্ষমতায় এলে ফের কৃষকদের ঋণ মুকুব করা হবে। রাহুল বলেন, আমি মোদির মতো ‘ভাঁওতাবাজিতে’ বিশ্বাসী নই। আমি যা বলি তা করে দেখাই। তবে এদিনের সভা থেকে কাস্ট সেন্সাস বা জাত গণনা নিয়ে বড় ঘোষণা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, কেন্দ্রে সরকার গড়ার সুযোগ পেলে দু’ঘণ্টার মধ্যে এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে। পাশাপাশি ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় টিকে গেলে কিন্ডারগার্টেন থেকে শুরু করে এমএ-এমসি-এমকম পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খবর সরকার বহন করবে।

রাহুল মনে করিয়ে দেন, ভারতে সামাজিক সম্প্রীতি এবং সমানাধিকার নিশ্চিত করতে হলে কাস্ট সেন্সাস করে দেখা দরকার কোন জাতি কতটা পিছিয়ে। কেন্দ্রীয় সরকারের অফিসে আধিকারিকদের সংখ্যা তুলে ধরে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, সেখানে উচ্চবর্ণের ছড়াছড়ি, নিম্নবর্গের মানুষ ব্রাত্য।

 

 

 

spot_img

Related articles

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...