Saturday, November 8, 2025

আগামিকাল ভারতের সামনে ইংল‍্যান্ড, দলে হতে পারে পরিবর্তন

Date:

Share post:

আগামিকাল লখনৌতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। আর ইংরেজদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দলে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একনায় উইকেটের ঘাস ছেটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ফলে বল ঘুরতে পারে। সেই কারণেই রোহিত শর্মার দলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে ভারতীয় দল রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে নামতে পারে। এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে এখান থেকে ইংল্যান্ড দল যদি সমস্ত ম্যাচও জিতে যায় তা হলেও তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ফলে জয় ছাড়া কিছু নিয়েই ভাবছে না ইংল্যান্ড।অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য ছয়ে ছয়।বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের আসন সংরক্ষণ করাই রোহিত শর্মাদের প্রাথমিক কাজ। আর সেই কারণেই কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাশাপাশি অশ্বিনকেও সুযোগ দেওয়া হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পাওয়া হার্দিক রবিবারও খেলতে পারবেন না। তাঁর জায়গায় অশ্বিন এলে দলের ব্যাটিং আরও কিছুটা শক্তিশালী হবে। প্রয়োজনে ইনিংসের শেষদিকে ব্যাটিং-এ যথেষ্ট ভরসা দিতে পারেন অশ্বিন। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। সেই কারণেই সেই অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে চাইছেন রোহিত শর্মারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন অশ্বিন। এরপর ষষ্ঠ ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি কোপ পড়বে মহম্মদ শামির উপর? নাকি বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব? গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়িয়েছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট। ফলে তাঁকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন SKY। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেলেও রান পাননি তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপে কবে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

spot_img

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...