Friday, August 22, 2025

আগামিকাল ভারতের সামনে ইংল‍্যান্ড, দলে হতে পারে পরিবর্তন

Date:

Share post:

আগামিকাল লখনৌতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। আর ইংরেজদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দলে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একনায় উইকেটের ঘাস ছেটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ফলে বল ঘুরতে পারে। সেই কারণেই রোহিত শর্মার দলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে ভারতীয় দল রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে নামতে পারে। এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে এখান থেকে ইংল্যান্ড দল যদি সমস্ত ম্যাচও জিতে যায় তা হলেও তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ফলে জয় ছাড়া কিছু নিয়েই ভাবছে না ইংল্যান্ড।অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য ছয়ে ছয়।বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের আসন সংরক্ষণ করাই রোহিত শর্মাদের প্রাথমিক কাজ। আর সেই কারণেই কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাশাপাশি অশ্বিনকেও সুযোগ দেওয়া হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পাওয়া হার্দিক রবিবারও খেলতে পারবেন না। তাঁর জায়গায় অশ্বিন এলে দলের ব্যাটিং আরও কিছুটা শক্তিশালী হবে। প্রয়োজনে ইনিংসের শেষদিকে ব্যাটিং-এ যথেষ্ট ভরসা দিতে পারেন অশ্বিন। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। সেই কারণেই সেই অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে চাইছেন রোহিত শর্মারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন অশ্বিন। এরপর ষষ্ঠ ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি কোপ পড়বে মহম্মদ শামির উপর? নাকি বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব? গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়িয়েছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট। ফলে তাঁকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন SKY। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেলেও রান পাননি তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপে কবে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...