Thursday, August 28, 2025

হেরিটেজ-ফলক বিতর্ক: নাম না করে উপাচার্যকে বিশ্বভারতী ছাড়ার ‘পরামর্শ’ ক্ষু.ব্ধ অনুপমের

Date:

Share post:

বিশ্বভারতীর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ ফলক বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সোমবার কড়া ভাষায় বিশ্বভারতীর উপাচার্যের সমালোচনা করেন তিনি।

সোমবার ফেসবুকে রীতিমতো ছন্দ মিলিয়ে ছড়া লেখেন অনুপম। আর সেখানেই  বিদ্যুতের তুমুল সমালোচনা করেন তিনি। বিজেপির সর্বভারতীয় সম্পাদকের কথায়, পৌষ মেলা, দোল বন্ধ করেছেন উপাচার্য। প্রাক্তনী আশ্রমিকদের ‘পদাঘাত’ করেছেন। কবিগুরুর আদর্শ ‘চিৎপাত’ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে- অভিযোগ অনুপমের। ‘উপাচার্যের আরামকেদারা’কেই বিদ্যুৎ প্রাধান্য দিয়েছেন বলে মত বিজেপি নেতার।

আর এর জেরে বিদ্যুতকে শান্তিনিকেতন ছাড়ার কথাও বলেন অনুপম। লেখেন, ‘‘নিঃস্বার্থ ভাবে কখনও রবি ঠাকুরকে ভালবেসো। এ বার তুমি দুগ্গা দুগ্গা করে এসো।’’  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অনুপম। সেখানে অধ্যাপনাও করেছেন। তবে পোস্টে কোথাও বিদ্যুৎ চক্রবর্তীর (Anupam Hazra) নাম উল্লেখ করেননি অনুপমও।

ফলক বিতর্কে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী। তিনি এই নিয়ে তীব্র আক্রমণ করেন। তাঁর নির্দেশই বিশ্বভারতীর বাইরে আন্দোলন করছে তৃণমূল। ফলক-বিতর্কে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিদ্যুতের কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীও। এবার সেই তালিকায় নাম অনুপমের।

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...