Thursday, August 21, 2025

রেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জয় মেসির

Date:

Share post:

ফের নজির গড়লেন আর্জেন্তাইন সুপারস্টার। রেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জয় করলেন লিওনেল মেসি। লিওর নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্তিনা। সেই সুবাদেই অষ্টমবার ব‍্যালন ডি’অর জয় করলেন মেসি। এর আগে মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

মেসির সঙ্গে ব‍্যালন ডি’অর জেতার লড়াইয়ে ছিলেন হালান্ড ও কিলিয়ান এমবাপে। তাদের পিছনে ফেলে সেরার শিরোপা নিজের দখলে করে নেন লিও। তবে সেরা স্ট্রাইকারের তকমা ছিনিয়ে নিয়েছেন হালান্ড। এদিন মেসির সঙ্গে ছিলেন তাঁর তিন ছেলে এবং স্ত্রী। ব‍্যালন ডি’অর জয়ের পর মেসি বলেন,” মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতুক।” এরপর মেসি আরও বলেন,” আমার এমন ক্যারিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে। সত্যি হচ্ছে, এটা নিয়ে আমি অতটা ভাবছি না। যদি পুরস্কারটা পাই, ভালো। আর যদি না পাই, কিছুই আসে যায় না। আমি আমার ক্যারিয়ারে এটা অনেকবার বলেছি যে ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে এটা সবচেয়ে সুন্দর পুরস্কার। কিন্তু আমি কখনোই এটাকে অতটা গুরুত্ব দিইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের অর্জন।” এদিকে বর্ষসেরা মহিলা খেলোয়াড়- আইতানা বোনামাতি।

একনজরের দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেল

বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি।
বর্ষসেরা মহিলা খেলোয়াড়- আইতানা বোনামাতি।
বর্ষসেরা ক্লাব (মহিলা)-বার্সেলোনা।
বর্ষসেরা ক্লাব (পুরুষ)- ম্যাঞ্চেস্টার সিটি।
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)- এমিলিয়ানো মার্তিনেজ।
জার্ড ‍মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)- আর্লিং হালান্ড।
সক্রেটিস অ্যাওয়ার্ড – ভিনিসিয়াস জুনিয়র।
কোপা ট্রফি (অনূর্ধ্ব-২১ বছর বয়সি সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের কাছে ৪-১ গোলে হার DHFC’র

spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...