শীতের আমেজে জোর ধা.ক্কা, আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

নভেম্বরের শুরুতে জাঁকিয়ে শীত (winter)পড়ার সম্ভবনা নেই। বরং তাপমাত্রার পারদ চড়ছে। হাওয়া অফিস (Alipore Weather Department)বলছে শীত নয় বরং রাজ্যে এখন হেমন্তের পরিবেশ থাকবে, আগামী কয়েকটা দিন। কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী মাসের শুরুতে দু-এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ (Rain in South Bengal)। বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজকে রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে পারে । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামতে পারে। শহরে সারাদিন রোদের তেজ না থাকলেও আংশিক মেঘলা আকাশে শীত সেভাবে অনুভূত হবে না।

Previous articleবীরভূমে ভূমি.কম্প, রিখটার স্কেলে ক.ম্পনের তী.ব্রতা ৩.৭!
Next articleরেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জয় মেসির