প্রথমে ২০ কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা ৪০০ কোটিতে (400 crores) এসে দাঁড়িয়েছে। এই নিয়ে চারদিনে তিন নম্বর হুমকি ইমেল পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান (Chairman of Reliance industries)। প্রথম হুমকি আসে গত শুক্রবার, সেখানে ২০ কোটি টাকা দাবি করা হয়। পরের দিন একটা শূন্য বেড়ে গিয়ে দাবির পরিমাণ দাঁড়ায় ২০০ কোটি টাকা। এই টাকা না দিলে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। দেরি না করে বাড়ানো হয় আম্বানির নিরাপত্তা। সোমবার আরও একটি মেল আসে আর সেখানে টাকার পরিমান দ্বিগুণ অর্থাৎ ৪০০ কোটি বলে উল্লেখ করা হয়েছে।

প্রথমে কুড়ি কোটি টাকা দাবি করে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর গত শনিবার ২০০ কোটি টাকার দাবিতে মেল পান আম্বানি। মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই মেলে লেখা হয়েছে, ‘যেহেতু আপনি আগের মেলের কোনও উত্তর দেননি, তাই টাকার অঙ্ক বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হল। অন্যথায় মৃত্যুর পরোয়ানায় সই করা হয়ে গেছে।’ এবার ৪০০ কোটি চেয়ে ফের হুমকি পাঠালেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ৩৮৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেল পাঠাচ্ছেন তাঁর সন্ধান চালাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
