Thursday, November 13, 2025

এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা, ওয়াকআউট মহুয়া-সহ বিরোধীদের

Date:

Share post:

এথিক্স কমিটির(Ethics Commitee) বৈঠকে অপমানজনক ব্যক্তিগত প্রশ্ন, যার জেরেই বৈঠক থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra)। এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডার পর শুধু মহুয়া নন, তাঁর সঙ্গে বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরাও।

‘টাকা নিয়ে প্রশ্ন’ কাণ্ডে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এথিক্স কমিটির সামনে হাজিরা দিয়েছিলেন মহুয়া মৈত্র। তবে বৈঠকে শুরুতেই লাগাতার ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়তে হয় মহুয়াকে। সূত্রের খবর, এথিক্স কমিটি মহুয়াকে প্রশ্ন করে, কখন কার সঙ্গে দেখা করেছেন? কার সঙ্গে কখন ফোনে কথা বলেছেন? হোটেলে কার সঙ্গে দেখা করেন? এই সকল প্রশ্নের প্রতিবাদ জানিয়ে মহুয়া বলেন, এথিক্স কমিটির এই ধরণের ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার নেই। এটা কোনও ফৌজদারি মামলা নয়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সংসদের অন্দরে চলা এই বৈঠকে। এরপরই ওয়াকআউট করেন মহুয়া মৈত্রসহ বিরোধী সাংসদরা।

কমিটির বৈঠক থেকে বের হওয়ার পর রীতিমতো ক্রুদ্ধ দেখায় মহুয়াকে। দ্রুত চলে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে। মহুয়ার সঙ্গেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসা বিএসপি সাংসদ দানিশ আলী বলেন, আমরা বৈঠক ওয়াক আউট করেছি। কারণ জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন তিনি ওয়াকআউট করেন কারণ তিনি রাতে কার সাথে কথা বলেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কমিটিতে। এর মানে কী?

উল্লেখ্য, ‘টাকা নিয়ে প্রশ্ন’ কাণ্ডে গত ২৬ অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত এবং মহুয়ার প্রাক্তন বন্ধু দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করেছে এথিক্স কমিটি। মহুয়াকে জিজ্ঞাবাদের জন্য তলব করা হলে বৃহস্পতিবার এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার আগে মহুয়া লোকসভার এথিক্স কমিটিকে চিঠি দিয়ে জানান, কমিটি গত দু’বছর ধরে কোনও বৈঠক ডাকেনি। পাশাপাশি, কমিটিকে তার লক্ষ্মণরেখাও মনে করিয়ে দেন তৃণমূল সাংসদ। কমিটি সূত্রে জানা যায়, তিনি লেখেন, এথিক্স কমিটি কোনও ফৌজদারি বিষয়ে তদন্ত করতে পারে না। তার জন্য পৃথক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে। মহুয়ার আরও অভিযোগ, সংসদে কেন্দ্রের শাসকদলের যে গরিষ্ঠতা রয়েছে, ক্রমাগত তার অপব্যবহার হচ্ছে। কমিটির ক্ষেত্রেও ঠারেঠোরে সেই অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। এরপর এদিন কমিটির লাগাতার ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়ে ওয়াকআউট করলেন ক্ষুব্ধ মহুয়া।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...