Wednesday, January 7, 2026

কংগ্রেসের গা-ছাড়া মনোভাবে ইন্ডিয়ার ক্ষতি, নীতীশের মন্তব্যে জোটে আশঙ্কার মেঘ

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনে জোট নিয়ে ইন্ডিয়া জোট নিয়ে যখন আশায় বুক বাঁধতে শুরু করেছে বিরোধী শিবির ঠিক সেই সময় অন্য সুর শোনা গেল নীতীশ কুমারের গলায়। কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার(Nitish Kumar) জানালেন, কংগ্রেসের (Congress) গাছাড়া ভাবের জন্য ক্ষতিই হচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটের। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের (CPI) সভায় যোগ দেন নীতীশ। সেখানেই নিজের বক্তব্যে বিরোধী জোট প্রসঙ্গে কংগ্রেসের কড়া সমালোচনা করলেন তিনি। নিজের বক্তব্যে নীতীশ জানান, দেশের বর্তমান অবস্থার বিরোধিতার জন্যই জোট গঠন হয়েছিল। এর পরেই আক্ষেপের সুরে বলেন, “কিন্তু জোটের অগ্রগতি হচ্ছে না। কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে আগ্রহী হবে ওরা।”

তবে কংগ্রেসের সমালোচনা করলেও এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে ছাড়েননি বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এখানেও হিন্দু-মুসলমান লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সুখের কথা হল, বিহার সাম্প্রদায়িক অশান্তি মুক্ত। একইসঙ্গে তিনি বলেন, “ওরা দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা সংগ্রামে ওদের যে কোনও অবদান নিয়ে তা লোকানোর চেষ্টা করছে।”

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...