Sunday, August 24, 2025

ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি যু.দ্ধে ইরান! লেবানন সীমান্তে ইমাম হুসেন ব্রিগেড

Date:

Share post:

এতদিন পেছন থেকে সমর্থন যোগানোর পর এবার কি তবে সরাসরি হামাসের হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলো ইরান। জানা যাচ্ছে, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গুষ্টির পর এবার ইরানের ইমাম হুসেন ব্রিগেড হামাসের পাশে দাঁড়াতে পৌঁছে গিয়েছে লেবানন সীমান্তে। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ইরান থেকে ইমাম হুসেন ব্রিগেডের কয়েক হাজার যোদ্ধা সিরিয়ার পথ ধরে পৌঁছে গিয়েছে লেবানন ইজরায়েল সীমান্তে। এই সেনা দলটির নেতৃত্বে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডার জুলফিকর।

ইজরায়েলের তরফেও ইমাম হুসেন ব্রিগেডের লেবানন সীমান্তে পৌঁছানোর কথা স্বীকার করে নিয়েছেন ইজরাইলের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যাভিচে অ্যাদ্রে। বৃহস্পতিবার তিনি বলেন, “কমান্ডার জুলফিকর-সহ ইমাম হুসেন ব্রিগেডের একটি দল দক্ষিণ লেবানন সীমান্তে পৌঁছেছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে।” ইজরায়েল সেনার তরফে আরো জানানো হয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতেই ইরান সেনার এই প্রশিক্ষিত যোদ্ধারা সীমান্তে জড়ো হয়েছে তাতে কোন সন্দেহ নেই। লেবানন সীমান্তে সেনা মোতায়নের পাশাপাশি ইজরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশগুলিকে এক জোট হওয়ার আবেদন জানানো হয়েছে ইরানের তরফে। মুসলিম রাষ্ট্রগুলিকে ইজরাইলের তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

উল্লেখ্য, সরাসরি ইরান সেনার অন্তর্ভুক্ত না হলেও ইমাম হুসেন ব্রিগেডকে প্রশিক্ষণ এবং অস্ত্র ও অর্থসাহায্য করে তেহরান। অতীতেও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার সঙ্গে যৌথ ভাবে ইজরায়েলের বিরুদ্ধে লড়েছে এই বাহিনী। আসাদ বাহিনীর হয়ে সে দেশের গৃহযুদ্ধেও অংশ নিয়েছে এরা। ইজরায়েলে হামলাকারী হামাসের আল কাসাম ব্রিগেডের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই গোষ্ঠীর।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...