Monday, January 12, 2026

শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান তুলে আর্থিক বেনিয়ম নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

কাঁথির অধিকারী পরিবারের আয় বহির্ভূত সমস্ত সম্পত্তির হিসেব ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কুণাল ঘোষ। ২৪ ঘন্টা কাটেনি তার আগেই শনিবার সকাল ১১টা ২০মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত তথ্য ফাঁস করলেন কুণাল।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কাঁথির সাংসদ তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সম্পত্তির বৃদ্ধি ও হ্রাস নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। শিশির অধিকারীর সম্পত্তির বিবরণ সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে কুণাল জানতে চেয়েছেন, “পরিসংখ্যান সত্য নাকি ভুল? ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এলো? এটা কি জাদু?”

শিশিরবাবুর সম্পত্তির খতিয়ান তুলে ধরার জন্য কুণাল ঘোষ জাতীয় নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে দেওয়া কাঁথির সাংসদের বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, ২০০৯ সালে সাংসদ শিশির অধিকারী যখন লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, তখন তিনি হলফনামায় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকার কিছু বেশি। আবার তার তিন বছরের মধ্যে, ২০১২ সালে যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ভারত সরকারকে জমা দেওয়া তথ্যে দেখা যাচ্ছে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটির কিছু বেশি। অর্থাৎ, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর মাত্র ৩ বছরে শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১০ লাখ থেকে বেড়ে হয়েছিল ১০ কোটি! আবার ২০১৯ সালে লোকসভার সময় কমিশনকে জমা দেওয়া শিশিরবাবুর তথ্য অনুযায়ী অদ্ভূতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটির কিছু বেশি! সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের দেওয়া এই তথ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত বেহিসেবি সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।এভাবেই কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যেমন কথা তেমন কাজ, ২৪ ঘন্টা কাটার অনেক আগেই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুদিনের মধ্যেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন!

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...