Tuesday, August 26, 2025

শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান তুলে আর্থিক বেনিয়ম নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

কাঁথির অধিকারী পরিবারের আয় বহির্ভূত সমস্ত সম্পত্তির হিসেব ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কুণাল ঘোষ। ২৪ ঘন্টা কাটেনি তার আগেই শনিবার সকাল ১১টা ২০মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত তথ্য ফাঁস করলেন কুণাল।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কাঁথির সাংসদ তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সম্পত্তির বৃদ্ধি ও হ্রাস নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। শিশির অধিকারীর সম্পত্তির বিবরণ সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে কুণাল জানতে চেয়েছেন, “পরিসংখ্যান সত্য নাকি ভুল? ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এলো? এটা কি জাদু?”

শিশিরবাবুর সম্পত্তির খতিয়ান তুলে ধরার জন্য কুণাল ঘোষ জাতীয় নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে দেওয়া কাঁথির সাংসদের বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, ২০০৯ সালে সাংসদ শিশির অধিকারী যখন লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, তখন তিনি হলফনামায় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকার কিছু বেশি। আবার তার তিন বছরের মধ্যে, ২০১২ সালে যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ভারত সরকারকে জমা দেওয়া তথ্যে দেখা যাচ্ছে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটির কিছু বেশি। অর্থাৎ, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর মাত্র ৩ বছরে শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১০ লাখ থেকে বেড়ে হয়েছিল ১০ কোটি! আবার ২০১৯ সালে লোকসভার সময় কমিশনকে জমা দেওয়া শিশিরবাবুর তথ্য অনুযায়ী অদ্ভূতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটির কিছু বেশি! সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের দেওয়া এই তথ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত বেহিসেবি সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।এভাবেই কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যেমন কথা তেমন কাজ, ২৪ ঘন্টা কাটার অনেক আগেই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুদিনের মধ্যেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন!

 

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...