Saturday, May 3, 2025

ছেলের সঙ্গে দেখা করতে যেতে হবে মন্দির-মলে! বিবাহবি.চ্ছেদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিবাহবিচ্ছেদের (Divorce) পর ছেলের কাস্টডি (Custody) পেয়েছেন মা। পরিবার আদালত এবং কেরল হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বাবার দায়ের করা মামলায় বড় নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। নাবালক ছেলের সঙ্গে নির্দিষ্ট একটি মন্দির, আশ্রম এবং মলে দেখা করা যাবে। সম্প্রতি এক মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে এক ব্যক্তির দায়ের করা মামলার শুনানি চলছিল। দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর আদালত কেরল হাই কোর্টের নির্দেশকে পরিবর্তন করে। গত ৩১ অক্টোবরের নির্দেশকে আরও একবার পরিবর্তন করে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ছেলের সঙ্গে ওই বাবা দেখা করতে পারবেন নির্দিষ্ট কয়েকটি জায়গায়। তিনি ছেলেকে অমৃতাপুরী আশ্রমের শ্রীমাতা অমৃতাআনন্দয়ী দেবীর মন্দির এবং কোল্লামের একটি মন্দিরে ছুটির দিনে নিয়ে যেতে পারবেন বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তার আগের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ছেলের সঙ্গে কোল্লামের একটি মলে সময় কাটাতে পারবেন বাবা।

উল্লেখ্য, পরিবার আদালতের রায়ে মা যেমন ছেলেকে নিজের কাছে পেয়েছেন, তেমনই বাবা কখন এবং কোথায় ছেলের সঙ্গে দেখা করতে পারবেন তাও বলা হয়েছিল। জানানো হয়, রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে পরিবার আদালতের প্রাঙ্গণেই ছেলের সঙ্গে দেখা করতে পারবেন বাবা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টে গিয়েছিলেন বাবা। যদিও তাতে লাভ কিছুই হয়নি। কারণ পরিবার আদালতের রায় বহাল রাখে কেরলের সর্বোচ্চ আদালত। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন ওই ব্যক্তি। কেরলের এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলা চলছে পরিবার আদালতে। ইতিমধ্যে, ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছেন মা। অন্যদিকে, বাবা ছেলের সঙ্গে কখন কখন দেখা করতে পারবেন তার সময় বেঁধে দেয় পরিবার আদালত।

প্রথমে সুপ্রিম কোর্ট জানায়, একটি মলে ছুটির দিনে ছেলের সঙ্গে সময় কাটাতে পারবেন মামলাকারী। কিন্তু এই নির্দেশে খুশি হতে পারেননি ওই ব্যক্তি। শুক্রবার সুপ্রিম কোর্ট আরও দুটি জায়গার উল্লেখ করে জানিয়েছে, যত দিন না পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিন এই অন্তর্বর্তীকালীন নির্দেশ বহাল থাকবে।

 

 

 

spot_img
spot_img

Related articles

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...