Saturday, August 23, 2025

সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। এসএসসি-র পক্ষ থেকে প্রার্থীদের সকাল ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের পছন্দ অনুযায়ী স্কুল বেছে নিতে পারবেন। প্রথম দফার কাউন্সেলিংয়ে বিগ স্ক্রিনের মাধ্যমে ৯ হাজার চাকরি প্রার্থী স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কাউন্সেলিং শুরুর আগে প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে ডিগ্রি, প্রশিক্ষণ, জাতিগত শংসাপত্র সহ সমস্ত নথি যাচাই করা হবে। কাউন্সেলিংয়ে আসা প্রার্থীরা একাধিক বিগ স্ক্রিনের মাধ্যমে তাঁদের আগের প্রার্থীর বাছাই করা স্কুল ও বিষয় সম্পর্কে জানতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং চলবে। ৬ , ৭, ৮, ৯ , ১০ , ২২ , ২৩ , ২৪, ২৫, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ এবং ২ ডিসেম্বর প্রথম পর্বের কাউন্সেলিংয়ের দিন চূড়ান্ত করা হয়েছে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্যানেল থেকে স্কুলের নাম, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, তালিকা সবই আপলোড করার পাশাপাশি প্রার্থীদের কাছে কললেটারও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আদালত প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার অনুমতি না দেওয়ায়, তাঁদের সম্মতিপত্র দেওয়া হবে। সেখানে প্রার্থী কোন্ স্কুল বেছে নিয়েছেন, তার উল্লেখ থাকবে। পরবর্তীকালে আদালতের সম্মতি পেলে, প্রার্থীদের  সুপারিশপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু।

আরও পড়ুন- গাজায় পর*মাণু হাম*লার ইঙ্গিত ইজরায়েলের!

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...