ভারতীয় দণ্ড সংহিতা সহ তিন আইন নিয়ে খসড়া রিপোর্ট গ্রহণ করল স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। যদিও খসড়া রিপোর্ট নিয়ে লিখিত আপত্তি জানিয়েছেন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ বলেই জানা গিয়েছে।

গত ২৭ অক্টোবর স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেই খসড়া রিপোর্ট গৃহীত হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত বিরোধীদের প্রবল আপত্তির কারণে তা করা যায়নি। গতবারের বৈঠকে ডিসেন্ট নোট দেন কংগ্রেসের দিগ্বিজয় সিং, অধীররঞ্জন চৌধুরী, ডিএমকের এলানগো। ইন্ডিয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়, তাড়াহুড়ো করে দণ্ড সংহিতা নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে।

গতবারের বৈঠকে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, দণ্ড সংহিতা নিয়ে সংসদীয় কমিটিতে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। দাবি করা হয়, ইন্ডিয়া জোটের তরফে যে লিখিত আপত্তি জানানো হয়েছে, তা চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করতে হবে। বিরোধী শিবিরের তরফে রিপোর্ট তৈরির জন্য কমপক্ষে আরও তিন মাস সময় চাওয়া হয় এবং রিপোর্ট তৈরির আগে আরও বেশি করে বিশেষজ্ঞের মতামত নেওয়ার দাবি জানানো হয় । লোকসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিজেপি দণ্ড সংহিতা বিল পাস করাতে চাইছে বলে অভিযোগ করে ইন্ডিয়া শিবির।
