Monday, August 25, 2025

নির্বাচনের শুরুতেই বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়, মিজোরামে ভোট দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন শুরু হয়েছে ছত্তিশগড় ও মিজোরামে। তবে নির্বাচনের শুরুটা মোটেও শুভ হল না ছত্তিশগড়ে।প্রতি বারের মতোই এ বারও ‘নিয়ম মেনেই’ ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। ভোটপর্ব শুরুর ৭২ ঘণ্টা আগে প্রভাবশালী বিজেপি নেতা রতন দুবেকে খুন করে তারা। নির্বাচন শুরু হতেই পরপর বিস্ফোরণের ঘটনা ঘটলেও ছত্তিশগড়ে। ধারাবাহিক বিস্ফোরণে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর পরপরই ঘটে এই বিস্ফোরণ। ঘটনার পেছনে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে পড়শি রাজ্য মণিপুরে হিংসার ক্ষত এখনও টাটকা। তার মাঝে মিজোরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজোরামকে। তবে সকাল সকাল ভোট গিয়ে ব্যর্থ হয়ে হয়ে ফিরে এলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, সকালের কাজ সেরে পরে এসে ভোট দেবেন। এদিকে দুই রাজ্যে নির্বাচন শুরু হওয়ার পরই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে সকল ভোটারকে তিনি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যাঁরা প্রথম বার ভোট দেবেন, তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই বার্তা তিনি দিয়েছেন মিজ়োরামের জন্যেও। পাশাপাশি অমিত শাহের বার্তা, ‘‘আপনারা প্রত্যেকে ভোট দিন এবং এমন এক সরকার নির্বাচন করুন যারা আদিবাসী, কৃষক, দরিদ্রের কথা ভাববে। যারা দুর্নীতি বন্ধ করবে। আপনাদের মূল্যবান ভোট ছত্তীসগঢ়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে।’’

অত্যন্ত স্পর্শকাতর দুই রাজ্য ছত্রিশগড় ও মিজোরামে নিরাপত্তা কড়াকড়ি এবার চোখে পড়ার মতো। পড়শি মণিপুরের অবস্থা মাথায় রেখে মঙ্গলবার মিজোরাম রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে। এখানে ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে চলছে ভোটগ্রহণ। পাশাপাশি ছত্তিশগড়ে এ বার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল থেকে রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই দফায় মোট ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪০ লক্ষ ৭৯ হাজার ভোটদাতা। ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।

 

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...