Monday, August 25, 2025

শ্রীকৃষ্ণের থেকে ম্যানেজমেন্ট শিখবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Date:

Share post:

ম্যানেজমেন্টের গুরু ভগবান শ্রীকৃষ্ণ(Lord Krishna)। এই কথা মাথায় রেখে বাণিজ্য বিভাগের পড়ুয়াদের বিবিএ ও এমবিএ কোর্স শুরু করল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। পাঁচ বছরের এই বাণিজ্য বিভাগে, ভগবত গীতা, রামায়ণ, উপনিষদ ছাড়াও পড়ুয়াদের চাণক্য ও শ্রীকৃষ্ণের ম্যানেজমেন্টের পাঠ দেওয়া হবে। এর পাশাপাশি পড়ুয়াদের পড়ানো হবে জিআরডি টাটা, আজিম প্রেমজি, ধীরুভাই আম্বানি, নারায়ণ মূর্তি, সুনীল মিত্তাল এবং বিড়লার মতো শীর্ষ শিল্পপতিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির বিষয়ে‌।

জানা যাচ্ছে, এই কোর্সে পড়ুয়াদের অষ্টাঙ্গ যোগ শেখানো হবে, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে সাহায্য করবে। এই বিভাগটি গত মাস থেকে ২৬ জন শিক্ষার্থী নিয়ে নয়া এই কোর্স চালু হয়েছে। এই কোর্সটিতে ২২০ ক্রেডিটের ১০টি সেমিস্টার থাকবে এবং এতে একাধিক এন্ট্রি-এক্সিট সিস্টেম প্রয়োগ করা হবে। অর্থাৎ কেউ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিলে এক বছরে তাকে সার্টিফিকেট, দ্বিতীয় বছরে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে বিবিএ ডিগ্রি এবং পঞ্চম বছরে এমবিএ ডিগ্রি দেওয়া হবে।

কোর্স কো-অর্ডিনেটর শেফালি নন্দন বলেন, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট থটস অ্যান্ড প্র্যাকটিসেস পেপারে শিক্ষার্থীদের আধ্যাত্মিকতা ও ম্যানেজমেন্ট, সাংস্কৃতিক নীতি, মানবিক মূল্যবোধ ও ম্যানেজমেন্ট, অষ্টাঙ্গ যোগ, জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং ধ্যান ইত্যাদি বিষয়ে ঐতিহ্যগত জ্ঞান দেওয়া হবে। শেফালী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপ ম্যানেজমেন্টকেও পাঠ্যসূচিতে উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...