Saturday, August 23, 2025

ফের বড়সড় নিয়ম বদল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়, নির্দেশ সংসদের

Date:

Share post:

ফের বড়সড় নিয়ম বদল হল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। এই প্রথমবার অনলাইন পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে বলেই অধীনস্থ স্কুলগুলিকে এমনই নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “২০২৪ সালে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর স্কুলগুলিকে অনলাইনেই এই নম্বর জমা করতে হবে। তাছাড়াও প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে।” পাশাপাশি এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।

অনাইলেনে নম্বর দেওয়ার প্রসঙ্গে সংসদের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। তার জন্য পূর্ব নির্ধারিত বিতরণকেন্দ্রগুলি থেকে ২৯ নভেম্বর স্কুলগুলিকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে। এছাড়াও কিভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে তাও সংসদের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

আগের মতো মার্কস ফয়েল-এর কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক দফতরে জমা করতে হবে বলেই জানানো হয়েছে। তবে, অনলাইনে নম্বর জমা করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

spot_img

Related articles

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...