লোকসভা ভোটের (Loksabha Election) আগে আগামী ডিসেম্বরের (December) শুরুর দিকেই উত্তরবঙ্গ সফরে (North Bengal) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী ২টি প্রশাসনিক সভা করতে পারেন। যেতে পারেন পাহাড়েও। সেখানে ভূমিহীনদের হাতে জমির পাট্টা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, চা-বাগান শ্রমিকদের হাতে তুলে দেবেন বসত জমির পাট্টাও।

উল্লেখ্য, পাহাড়ের আঞ্চলিক দলগুলি এখন ভাঙতে বসেছে। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও স্থানীয় নির্বাচনগুলিতে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিজেপিতে ধস নেমেছে। একুশের বিধানসভা নির্বাচনে জেতা ধূপগুড়ি কেন্দ্রটিও সাম্প্রতিক উপনির্বাচনে জিতে নিয়েছে তৃণমূল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সফর খুব তাৎপর্যপূর্ণ হতে পারে।