Thursday, August 28, 2025

এখনই কোনও ক.ড়া পদক্ষেপ নয়! হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি বিদ্যুৎ চক্রবর্তীর

Date:

Share post:

বড় স্বস্তিতে বিশ্বভারতীর (Viswa Bharati University) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে কিছুটা হলেও চাপ কাটল বিদ্যুতের। শুক্রবার হাই কোর্ট সাফ জানিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির (Arrest) মত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এদিন শান্তিনিকেতন থানার (Shantiniketan Police Station) জারি করা নোটিশের উপর স্থগিতাদেশ জারি করে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

এদিন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, মাত্র এক দিনের নোটিশে কীভাবে ৫ মামলায় জিজ্ঞাসাবাদের নোটিস দেওয়া হল বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে? এরপরই হাই কোর্ট সাফ জানায়, আগামী ২০ এবং ২২ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে শান্তিনিকেতন থানার পুলিশ। পাশাপাশি আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎকে শান্তিনিকেতন থানাকে এফআইআরের কপি দেওয়ার নির্দেশ আদালতের। তবে নতুন করে নোটিশ জারি করে তবেই জিজ্ঞাসাবাদ করা যাবে বিদ্যুৎ চক্রবর্তীকে। হাই কোর্টের আরও নির্দেশ, ২০ নভেম্বর ৩টি মামলা এবং ২২ নভেম্বর দু’টি মামলায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। প্রতিটি মামলায় ১ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে।

উল্লেখ্য, শান্তিনিকেতন থানার আইনি নোটিশের প্রেক্ষিতে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তবে তাঁকে এত সময় দেওয়া যাবে না বলেও জানিয়েছিলেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। মোট পাঁচটি মামলার প্রেক্ষিতে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ দিয়েছিল শান্তিনিকেতন থানা। এরপরই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিকে বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী শুক্রবার আদালতে জানান, প্রাক্তন উপাচার্যকে ৫টি মামলায় ৭টি নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন অফিসার বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। জামিন যোগ্য নয়, এমন ধারাও তাঁর বিরুদ্ধে দেওয়া হয় বলে অভিযোগ। তবে রাজ্যের আইনজীবী তপন চক্রবর্তী সাফ জানান, কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। জিজ্ঞাসাবাদই করা হবে বিদ্যুৎ চক্রবর্তীকে। তবে ওনাকে সহযোগিতা করতে থানায় যেতে হবে।

 

 

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...