Monday, May 5, 2025

৪৮ ঘণ্টা পার, তন্ময় ঘোষের রাইস মিলে ত.ল্লাশি চলছে; তলব হিসাবরক্ষককে

Date:

Share post:

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চূড়ামণিপুরের চালকলে শুক্রবারও তল্লাশি জারি আয়কর দফতরের। গত বুধবার থেকে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। শুক্রবার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তল্লাশি জারি রেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই বিধায়ক। আয়কর দফতরের তল্লাশি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছে তৃণমূল।

এদিন সকাল ৮:৫৩ মিনিট নাগাদ ফের রাইস মিলে এসে পৌঁছন বিধায়ক।জানা গিয়েছে, রাইস মিলের বিভিন্ন নথি ও কম্পিউটার খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ক ঘনিষ্ঠদেরও। রাইস মিলে এদিন সকালে তলব করা হয়েছে বিধায়কের হিসাবরক্ষক অরূপ সামন্তককেও।আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, তন্ময় ও অরূপকে সামনে রেখে সম্পত্তি ও আয়-ব্যায়ের হিসাব খতিয়ে দেখছেন আধিকারিকরা।

বুধবার থেকে টানা তল্লাশি জারি তন্ময়ের রাইস মিলে। বৃহস্পতিবার ১৩ ঘণ্টা ধরে আয়কর বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন বিধায়ক তন্ময়। টানা এই তল্লাশি অভিযানে কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও জানাননি আয়করের আধিকারিকরা। তবে এবার তন্ময়ের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।

বুধবার বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি।রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কেরলজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা এই জায়গাগুলোতেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপিতে জেতার পর তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। বুধবার সেখানেই তাঁর অফিসে গিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা।

 

spot_img

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...