দীর্ঘদিনের সাথী, সহযোদ্ধা। বন্দর এলাকার কোনও সভা-সমাবেশে গেলেই তাঁর কথা বলতেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার সকালে দীপাবলির সব আলো নিভিয়ে প্রয়াত কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বর্ষীয়ান তৃণমূল নেতা রামপেয়ারে রাম (Ram Pyere Ram। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর লেখেন, “তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং কলকাতা পুরসভার বরিষ্ঠ কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক রামপেয়ারে রামের মৃত্যুতে আমি শোকাহত। রাম সারা জীবন নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Saddened at the demise of Ram Pyare Ram, a veteran Trinamool Congress leader, and a senior councillor of KMC and ex-MLA.
Ram devoted his entire life for the service of the people.
Condolences to his family, friends and supporters.
May his soul rest in peace.
— Mamata Banerjee (@MamataOfficial) November 13, 2023
দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামপেয়ারে রাম। বেশ কয়েকদিন ধরেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানেন। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।
একটানা ১১ বার কাউন্সিলর নির্বাচিত হন রামপেয়ারে রাম। রাজ্যে পালা বদলের পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন তিনি। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন রামপেয়ারে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। সোমবারই তাঁর শেষকৃত্য।
