Saturday, August 23, 2025

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা বাসুদেব আচারিয়া, শো.কজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাম পেয়ারে রামের মৃত্যুর খবর মধ্যেই আরেক শোক সংবাদ। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ CPIM নেতা বাসুদেব আচারিয়া (Basudev Acharya)। বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছরের বাম নেতা। সোমবার, দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ প্রয়াত হন। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ বাম নেতা ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার (Basudev Acharya) মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং দক্ষ সাংসদ ছিলেন। তাঁর মৃত্যু একটি ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”

১৯৪২ সালের ১১ জন্ম পুরুলিয়ায় জন্ম বাসুদেব আচারিয়ার। ছাত্রাবস্থায় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ দিন সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব। ছিলেন শ্রমিক সংগঠনের দক্ষ নেতা।

১৯৮০ সালের বাঁকুড়া কেন্দ্র থেকে CPIM প্রার্থী করতে চেয়েছিল বিমান বসুকে। কিন্তু ভোটে লড়বেন না বলে জানিয়ে দেন বিমান। সেই সময়ে বিমান বসুই বাসুদেব আচারিয়াকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। ২০১৪ পর্যন্ত বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। কিন্তু সেই বছর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান। গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে সেকেন্দ্রাবাদে থাকতেন বাসুদেব। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, প্রয়াত নেতার এক কন্যা বিদেশে থাকেন। তিনি মঙ্গলবার ফিরবেন। তার পর সেখানেই বাসুদেব আচারিয়ার শেষকৃত্য হবে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...