Wednesday, November 5, 2025

৫ রাজ্যের নির্বাচনে বিজেপির মহিলা প্রার্থী ১৩ শতাংশেরও কম!

Date:

Share post:

ভোটের অংকে ঢাকঢোল পিটিয়ে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছে কেন্দ্রের মোদি সরকার। তবে ওইটুকুই, বিল পাস হলেও তার বাস্তব প্রয়োগে বিজেপি যে বিন্দুমাত্র আগ্রহ নেই তার প্রমাণ নিলো পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে। দেখা যাচ্ছে, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় মহিলা প্রার্থী মাত্র ৮০ জন। অর্থাৎ ১৩ শতাংশেরও কম।

মহিলা সংরক্ষণ বিল পাস প্রসঙ্গে বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, মহিলাদের সম্মান জানিয়েছে মোদি-সরকার। যদিও তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায়। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের মধ্যে ১৩ শতাংশর কম মহিলা প্রার্থী রয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ৬৭৯ টি আসনের মধ্যে বিজেপি ৬৪৩ টিতে প্রার্থী দিয়েছে যার মধ্যে বিজেপির মাত্র ৮০ জন অর্থাৎ ১৩ শতাংশের নিচে মহিলা প্রার্থীর নাম রয়েছে। ১৭ নভেম্বর হতে চলা বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ২৩০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১২ শতাংশ অর্থাৎ ২৮ জনকে প্রার্থী করেছে বিজেপি। গত বছর এই সংখটা ছিল আরো কম ২৪ জন । মরুরাজ্য রাজস্থানে মহিলা প্রার্থীর হার আরও কম। এখনও পর্যন্ত ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় বিজেপি ২০ জন অর্থাৎ ১২ শতাংশেরও কম মহিলাকে প্রার্থী করেছে ।

গত ১ অক্টোবর ছত্তিশগড়ে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাস করায়, তাঁর প্রতি মহিলাদের আশীর্বাদ রয়েছে। যদিও সেই ছত্তিশগড়ে বিজেপি মোট ৯০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৪ জন ১৬ শতাংশেরও কম মহিলাকে প্রার্থী করেছে। তেলেঙ্গানায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন , শক্তি আরাধনায় ভাবাবেগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তাঁর সরকার। যদিও সেই ১১৯ আসনবিশিষ্ট তেলেঙ্গানায় মাত্র ১৪ জন অর্থাৎ ১২ শতাংশ মহিলাকে প্রার্থী করেছে। মিজোরামেও সেই চিত্রের খুব একটা বদল হয়নি। উত্তর পূর্বের এই রাজ্যে মোট ২১ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন বা ১৯ শতাংশ মহিলা প্রার্থী। অর্থাৎ ৫ রাজ্যে মোট ৬৪৩ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮০ জন অর্থাৎ ১৩ শতাংশ মহিলা প্রার্থী করেছে বিজেপি। তবে শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেসের তালিকাতেও মহিলা প্রার্থীর সংখ্যা অনেক কম। অবশ্য যে দুই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেই দুই রাজ্যে মহিলা প্রার্থীর সংখ্যা বেশি। ছত্তিশগড় এবং রাজস্থানে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যাই বেশি। নারী শক্তি বন্দন অধিনিয়াম বিল পাসের জন্য বিজেপি সর্বদাই কৃতিত্ব নিতে চেয়েছে কিন্তু রাজনীতির মঞ্চে বাস্তব চিত্রটা দেখা গেলো একেবারেই আলাদা। বিজেপি সূত্রে অবশ্য দাবি, প্রার্থীর জয় ও যোগ্যতা টিকিট দেওয়ার ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর ।

spot_img

Related articles

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...