নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির(Rain) সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর (Weather Office)। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। শুক্রবার সন্ধের মধ্যে এটি একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মিধিলি’। ঘণ্টায় ৮০ কিমি বেগে স্থলভাগের দিকে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে জারি করা হয়ছে সতর্কতাও। তবে গভীর নিম্নচাপের দাপটে শুক্রবার দিনভর কলকাতা সহ দুই বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে নিম্নচাপ কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যা বর্তমানে দিঘা থেকে ২৯০ কিলোমিটার দূরে রয়েছে। শুক্রবার সন্ধের মধ্যে এটি শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে। আগামী ১৮ নভেম্বর অর্থাৎ শনিবার এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে পৌঁছবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে শুক্র ও শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর সেকারণেই শুক্রবার এই দুটি জেলার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর হয়েছে।

এদিকে দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ-সহ বিভিন্ন জায়গা থেকে মৎস্যজীবীদের ট্রলার বন্দরে ফিরতে শুরু করেছে। তবে শুধু উপকূলীয় জেলাগুলি নয়, শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে।
