আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণ। রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচকে কেন্দ্র করে সেজে উঠছে আহমেদাবাদের এই স্টেডিয়াম। জানা যাচ্ছে, ম্যাচ ঘিরে রয়েছে বিশেষ চমক। সূত্রের খবর, এই ম্যাচ দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকতে পারেন ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ফাইনালের দিন থাকছে এয়ার শো। যার মহড়া চলল এদিন। যেই ছবি পোস্ট করেছে আইসিসি। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। তারই মহড়া চলল এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচের আগেই হবে সূর্যকিরণের প্রদর্শনী। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। ন’টি বিমান থাকবে রবিবারের প্রদর্শনীতে। এছাড়াও জানা যাচ্ছে, ফাইনালে দিন থাকবে বিভিন্ন বিনোদনমূলক শো। সূত্রের খবর, সঙ্গীত পরিবেশন করতে পারেন দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাধবী।

রবিবারের ম্যাচ ঘিরে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। সূত্রের খবর, মেগা ফাইনালের জন্য বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে শামি, কিন্তু জানেন কি এই টুর্নামেন্টে খেলাই হতো না তাঁর
