কয়লা সংক্রান্ত ইডি মামলায় অনেকটাই স্বস্তি পেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। কলকাতায় ইডি অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে? এরই বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে ‘ন্যায়বিচার’ চেয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর বয়সের বিষয়টিও তুলে ধরেছেন বর্ষীয়ান মন্ত্রী। ইডির এমন মনোভাব হেনস্থা করার সামিল! সব শুনে আপাতত বর্ষীয়ান মন্ত্রীকে স্বস্তি দিয়েছে আদালত। কলকাতার অফিসেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদে করবে হবে বলে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে আইনি রক্ষাকবচ এখনই পাননি মলয়বাবু।

পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, তাঁরা বিস্মিত। এরপরই
বিচারপতিদের নির্দেশ, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর অন্তত ২৪ ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হবে। এরই পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকেও জিজ্ঞাসাবাদের স্থান ও সময় সম্পর্কে জানাতে হবে।

আরও পড়ুন:আগামিকাল বিশ্বকাপের মহারণ, ফাইনাল ম্যাচে পিচ কি বলেছে, কতটা গুরুত্বপূর্ণ টস?
