Saturday, November 15, 2025

জগদ্ধাত্রী পুজো: বৈচিত্রের মধ্যে ঐ.ক্যের মেলবন্ধন চন্দননগরের কুণ্ডুঘাটের পুজোয়

Date:

Share post:

ইফতারে একসঙ্গে বসে খেতে দেখা যায় ভানু, অর্পণদের। আবার কখনও ভানুরা বিপদে পড়লে ছুটে আসেন আব্দুল, শেখ আইনুর, শেখ ইসলামরা। এ ভাবেই একে অপরের সঙ্গে নানা আনন্দে মাতেন ওঁরা। প্রায় ৪৭ বছর ধরে একে অপরের সঙ্গে মিলেমিশে এ ভাবেই রয়েছেন চন্দননগরের কুণ্ডুঘাট উত্তর পূর্বাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির সদস্যরা। সাবেক ফরাসডাঙায় আলোর উৎসবে এই পুজো ঠিক যেন বৈচিত্রের মধ্যে ঐক্যের ভিতকে মজবুত করেছে।

চন্দননগর ও চুঁচুড়া দুই শহরের সীমানায় কুণ্ডুঘাট। অনেক বছর ধরেই সেখানে হিন্দু ও মুসলিম পরিবারের বসবাস। সেই সুবাদেই প্রায় ৪৭ বছর আগে এই পাড়ার হিন্দু বাড়ির সদস্যরা জগদ্ধাত্রী পুজো শুরু করার কথা ভেবেছিলেন। তা জানাজানি হতেই এগিয়ে আসেন পাড়ার মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও। হিন্দু ও মুসলিম পরিবারেরা উভয়েই পুজোর খরচ তোলার জন্য চাঁদা দেওয়া শুরু করেন। একই সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে পুজোর জন্য অর্থ সংগ্রহ করেন। পুজোর কাজেও মুসলিমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভাসানের সময় বড় প্রতিমা ট্রাকে তোলার কাজেও কাঁধে কাঁধ মেলান সবাই। সেই রেওয়াজ এখনও চলে আসছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর পুজো কমিটির ২০ জন সদস্যের মধ্যে ১২ জন মুসলিম। মাসিক কিস্তিতে পুজোয় অনুদান দেন পুজো কমিটির হিন্দু-মুসলিম সকল সদস্য। এ বার পুজো কমিটির সম্পাদক অমরগৌতম দত্ত। কোষাধ্যক্ষ্য শেখ বাবু। দু’জনেই এক সুরে দাবি করেন, বাবা-কাকাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা সম্প্রীতির জগদ্ধাত্রী পুজো করে আসছি।

নমাজ পাঠ করেই প্রতিমার চক্ষুদানে হাজির হয়ে শেখ বাবু বলেন, ‘আমদের সব কিছুই এক সঙ্গে হয়। সারা বছর আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, পুজোর চাঁদা তোলা চলে।’ পুজোর সম্পাদক অমরগৌতম দত্ত বলেন, ‘ওঁদের কেউ মারা গেলে আমরা যাই। আবার ওঁরাও আমাদের কেউ মারা গেলে আমাদের সঙ্গে শ্মশানে যান। এখানে ধর্মের থেকে মানুষ বড়।’

আরও পড়ুন- বিশ্বকাপে ‘দশে দশ’ পাওয়া ভারত ফাইনালে হার, কোথায় ব‍্যর্থ হলো রোহিতরা?

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...