Monday, August 25, 2025

উপাচার্য নিয়োগ: নির্দেশ পালন হল না কেন? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী

Date:

Share post:

রাজ্যে উপাচার্য নিয়োগের সমস্যা সমাধানে আলোচনার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। তা ফলপ্রসূ হয়নি। আর তাতেই বেজায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ভর্ৎসনার পাশাপাশি এবার উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য, রাজ্যপাল ও ইউজিসির প্রতিনিধিদের একসঙ্গে বসে তালিকা তৈরির নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

শীর্ষ আদালতের তরফে ইউজিসি, রাজ্য সরকার ও রাজ্যপালের তরফে উপাচার্য নিয়োগের প্যানেল গঠনের জন্য জমা দেওয়া প্রস্তাবিত নামের একটি সম্মিলিত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সবপক্ষকে একসঙ্গে বসার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা থেকেই উপাচার্য নিয়োগের চূড়ান্ত প্যানেল গঠন করবে সুপ্রিম কোর্ট। আগামী মাসের ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সেই দিনই আদালত ঠিক করবে, আদৌ কোনও কমিটি গঠন করা হবে কি না।

এদিন শুনানিপর্বে রাজ্যপালের তরফে আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়। আদালতের পর্যবেক্ষণের পরও কেন রাজভবন থেকে চিঠি দেওয়া হল তা নিয়ে ওঠে প্রশ্ন। শুনানিপর্বের একেবারে প্রথমে রাজ্য সরকারের তরফে আইনজীবী জানান, ২ নভেম্বর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে দেখা করে আসেন রাজ্যপালের সঙ্গে। তা সত্ত্বেও জট খোলেনি। উলটে আচার্য তথা রাজ্যপাল জানিয়েছিলেন, আদালতের কোনও লিখিত নির্দেশ নেই। একথা শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত ভর্ৎসনা করে বলেন, “আগের দিন সবার সামনে বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন আপনারা আলোচনা করে সমস্যা মেটান। তার পরও আপনাদের লিখিত নির্দেশ প্রয়োজন? তার মানে পর্যবেক্ষণের কোনও গুরুত্ব নেই? তাহলে কি আমরা অর্ডার পাশ করব?” শীর্ষ আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ মেনে মুখ্যমন্ত্রী গত ২ নভেম্বর আচার্য তথা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। এরপরই রাজ্যপালের আইনজীবীকে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী ও আচার্যকে বৈঠকে বসার বিষয়টি প্রকাশ্য আদালতেই হয়। রাজ্যপালের তরফে আইনজীবী নিজে সেখানে উপস্থিত ছিলেন। তারপরও কেন এমন চিঠি রাজ্যপাল তথা আচার্য দিলেন?

আরও পড়ুন- ভোটারকে প্রভাবিত করতে ঢালাও উপহার! ৫ রাজ্যের নির্বাচনে বিপুল টাকা, মদ বাজেয়াপ্ত

 

spot_img

Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...