Monday, May 12, 2025

মমতার নেতৃত্বে পথ দেখাচ্ছে বাংলা! BGBS-র মঞ্চ থেকেই বিপুল বিনিয়োগের আশ্বাস শিল্পপতিদের

Date:

Share post:

আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আমাদের রাজ্যে আসুন এবং পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ করুন। বাংলায় পর্যটন ব্যবসার জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার‌ও সম্প্রতি পর্যটনকে শিল্পের মান্যতা দিয়েছে। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রথম দিনেই শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের অনুরোধ করলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া (Harshvardhan Neotia)। এদিন বক্তব্য রাখতে উঠে তিনি বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন। তিনি এদিন আরও বলেন, আমরা তাজ গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে দিঘা, সুন্দরবন, লাটাগুড়ি সহ একাধিক জায়গায় বিভিন্ন প্রজেক্ট তৈরি করছি। আর এই প্রোজেক্টের কাজ শেষ হলে একদিকে যেমন প্রচুর মানুষের কর্মসংস্থান হবে ঠিক তেমনই সাধারণ মানুষ রাজ্যে অনেক নতুন ডেস্টিনেশনের সন্ধান পাবেন। পাশাপাশি এদিন তিনি সম্মেলনে আসা শিল্পপতিদের উদ্দেশে বলেন, বাংলার দিকে তাকাও। পর্যটন শিল্পে আরও জোয়ার আসতে চলেছে।

মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সপ্তমবারের বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রথম দিনই বাংলার বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি থেকে শুরু করে আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারপার্সন সঞ্জীব গোয়েঙ্কা সহ বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে কী বললেন শিল্পপতিরা? দেখুন একঝলকে-

সঞ্জীব পুরী- আইটিসি চেয়ারম্যান

গত কয়েকবছরে পশ্চিমবঙ্গের অনেক ট্রান্সমিশন হয়েছে। আর পুরোটাই হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি মনে করিয়ে দেন ইকোনমিক করিডর আগামী দিনে রাজ্যে ভাল শিল্প আনবে। এখানে শিল্পাঞ্চলে কোনও অসুবিধা হয় না বলে এদিন মনে করিয়ে দেন তিনি। তবে চেয়ারম্যান দিন সাফ জানিয়েছেন, খুব শীঘ্রই একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু হবে বাংলায়। পাশাপাশি আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগ করতে আগ্রহী আইটিসি। ইতিমধ্যেই ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

আর দীনেশ (টিভিএস গ্রুপ, এক্সিকিউটিভ চেয়ারম্যান)

এদিনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে টিভিএস গ্রুপের চেয়ারম্যান আর দীনেশ বলেন, বাংলা শুধু পূর্ব ভারতের নয়, পাশ্ববর্তী দেশগুলোরও গেটওয়ে। তিনি এদিন মনে করিয়ে দেন বাংলার পরিকাঠামো ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। তিনি আরও জানান, টিভিএস গ্রুপ বাংলায় একাধিক কাজ করে। তবে বর্তমানে বাংলায় যা কর্মসংস্থান হচ্ছে, তার তিনগুণ হবে আগামী ৩ বছরে।

হর্ষপতি সিংহানিয়া, জে কে গ্রুপ

জে কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হর্ষপতি সিংহানিয়া বলেন, আমি বাংলায় জন্মেছি। তাই আমি আবার এই বাংলায় ফিরে আসছি। এদিনের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউনিট খুলতে চলেছে আমাদের গ্রুপ। যেখানে সরাসরি ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরও জানান, আমি আশা করছি বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রিশাদ প্রেমজি, চেয়ারম্যান উইপ্রো

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইপ্রোর চেয়ারম্যান প্রেমজি জানান,
আইটি ইন্ডাস্টি এগিয়ে নিয়ে যেতে বাংলার গুরুত্ব অপরিসীম। এদিন সল্টলেকের পাশাপাশি রাজারহাটে সেকেন্ড ক্যাম্পাসে ৫০ একর জমির উপর ২০০ কোটির কাজ হচ্ছে বলে জানান উইপ্রোর চেয়ারম্যান। তিনি আরও বলেন, আমরা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ করতে প্রস্তুত। উচ্চমানের হাসপাতাল ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতেও প্রস্তুত। এগুলি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

 

 

 

spot_img

Related articles

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...