Tuesday, November 4, 2025

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে চূ.ড়ান্ত অ.সভ্যতা! র.ণক্ষেত্র মারাকানা স্টেডিয়াম, প্র.তিবাদে মাঠ ছাড়লেন মেসিরা

Date:

Share post:

ফিফা ওয়ার্ল্ড কাপের (Fifa World Cup) কোয়ালিফায়ার ম্যাচ (Qualifier Match) খেলতে ব্রাজিলে(Brazil) মেসির দল আর্জেন্টিনা (Argentina)। বুধবার মারাকানা স্টেডিয়ামে (Maracana Stadium) ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ছিল। আর সেই ম্যাচকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড। বুধবার মারাকানা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। কিন্তু খেলা শুরুর আগেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’দলের সমর্থকরা। যার জেরে খেলা ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। তবে এদিনের ম্যাচ ঘিরে যে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে, তা কেউই ভাবতে পারেননি। এদিন আর্জেন্টিনার তারকারা দুই দলের সমর্থকদের কাছেই শান্ত থাকার আবেদন জানান। তবে সেই আর্জি উপেক্ষা করেই এদিন স্টেডিয়ামে ধুন্ধুমার কাণ্ড। ঘটনার প্রতিবাদে মাঠ ছাড়েন লিওনেল মেসি (Lionel Messi)। এরপরই ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ।

এদিন সকাল ৬টা থেকে মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। সেই মতো এদিন সকালে খেলা শুরুর আগে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে চূড়ান্ত হাতাহাতি শুরু হয়। দুই দেশের সমর্থকরা একে অপরের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে শুরু করেন। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে দু’দলেরই বহু সমর্থক আহত হন বলে খবর। তবে এদিন আর্জেন্টিনার সমর্থকদের পুলিশ লাঠিচার্জ করলে ম্যাচের আয়োজকদের সঙ্গে কথা বলতে দেখা যায় মেসিকে। এরপরই সদলবলে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন লিও। মেসি জানান, “আমরা খেলব না। আমরা মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছি”।

শেষে নিরাপত্তার কারণে আর্জেন্টিনার তারকারা মাঠ ছাড়েন। লকার রুমে কাটান ২৭ মিনিট। মেসি সহ দলের অন্যান্য খেলোয়াড়রা গ্যালারিতে থাকা পুলিশ কর্মীর কাছে আবেদন জানান, হিংসা যেন বন্ধ করা হয়। এদিন ব্রাজিল সমর্থকরা ম্যাচ শুরু হওয়ার সময় থেকেই মেসিকে বিদ্রুপ করতে শুরু করেন। তবে আর্জেন্টিনা মাঠ ছাড়লেও ব্রাজিল দল মাঠেই ছিল। তাঁরা আর্জেন্টিনার ফিরে আসার অপেক্ষা করতে থাকেন। তবে এত কিছু করেও আর্জেন্টিনাকে থামাতে পারেনি ব্রাজিল। বিতর্কিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আর্জেন্টিনা জয় ছিনিয়ে নেয় ১-০ গোলে। মেসিদের হয়ে ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোল করেন নিকোলাস ওটামেন্ডি। চলতি সিজনে এই প্ৰথমবার ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে হার হজম করতে হল নেইমারদের। এরপর ম্যাচের ৮১ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ব্রাজিলের জোলিন্টন। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে।

 

 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...