Monday, November 10, 2025

তবে কি সংঘাতে ইতি? কানাডাবাসীর জন্য ই-ভিসা চালু ভারতের

Date:

Share post:

সংঘাত কাটিয়ে এবার কি তবে স্বাভাবিক হতে চলেছে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক? প্রায় ২ মাস পর কানাডার নাগরিকদের জন্য ই ভিসা চালু করল ভারত সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমটাই দাবি করা হয়েছে। যার জেরে মনে করা হচ্ছে অবশেষে সংঘাত কাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক।

কানাডার মাটিতে খালিস্তানিদের দৌরাত্ব ও খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় দুই দেশের মধ্যে টানাপোড়েন চরম আকার নেয়। যার জেরে গত ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে ভারত সরকার। সেই ভিসা পরিষেবা নতুন করে ফের চালু হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে যদি সত্যিই এই ই ভিসা পরিষেবা চালু হয়ে থাকে তবে দুই দেশের সম্পর্কের শৈত্য কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকী, আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, এহেন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। সেই টানা পোড়েনের মাঝেই এবার জানা গেল, কানাডার বাসিন্দাদের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা ই-ভিসা পরিষেবা চালু করেছে ভারত।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...