Sunday, August 24, 2025

মহাশূন্য থেকে থেকে ভেসে এল লেজার বার্তা! উচ্ছ্বসিত গবেষকরা

Date:

Share post:

দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে সাফল্য এল মহাকাশ বিজ্ঞানে (Space science)। যে মহাশূন্য নিয়ে সকলের মনে কৌতুহল আর উৎকণ্ঠার দোলাচল, সেই স্থান থেকেই পৃথিবীর উদ্দেশে উড়ে এল বার্তা! গল্প নয় সত্যি। মহাকাশের ১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে পাঠানো লেজার বার্তা (laser-beamed communication) পৌঁছে গেল ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে (Palomar Observatory in California)। মহাকাশ গবেষণায় (Space research) এক নতুন অধ্যায়ের সূচনা হল।

নাসার (NASA) বিজ্ঞানীরা বলছেন লেজার বিমের মাধ্যমে এই বার্তা রিসিভ করা হয়েছে পৃথিবীতে। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকা একটি গ্রহাণুর দিকে সাইকি নামে একটি মহাকাশযান পাড়ি দেয় গত ১৩ অক্টোবর। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center in Florida) থেকে সেটি রওনা দেয়। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহানুতে নানা খনিজ রয়েছে। সেই সন্ধানেই পৃথিবী থেকে উড়ে যায় মহাকাশযান। এখন সে চাঁদকে অতিক্রম করে আরও গভীরে ছুটে চলেছে। আর এই যাত্রা পথের মাঝেই মহাশূন্য থেকে পাওয়া বেশ কিছু তথ্য লেজের বিমের মাধ্যমে সে পৃথিবীতে পাঠিয়েছে। গোটা বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাকেই সম্ভব করেছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন (Deep Space Optical Communications) পদ্ধতি। বিগত কিছু বছর ধরেই DSOC নিয়ে কাজ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাশূন্য থেকে কোনও গবেষণালব্ধ বিষয় যদি কোনও মহাকাশযান পাঠায় তাহলে তা এই লেজারের সাহায্যে পাঠাতে পারবে, যা এবার বাস্তবায়িত হল। সাইকির পাঠানো বার্তা লেজার বিমের হাত ধরে একদম ঠিকঠাক ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে (Palomar Observatory in California) পৌঁছে গেছে। আর এতেই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। তাঁদের মতে এবার থেকে পৃথিবীতে বসেই মহাকাশের গভীরে ঘটতে থাকা ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।


spot_img

Related articles

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...