Sunday, January 11, 2026

বাতিল গাড়ি কাটার জন্য এবছরেই চালু হবে রাজ্য স্বীকৃত প্রথম কারখানা

Date:

Share post:

বাতিল হওয়া গাড়ি কাটার জন্য চলতি বছরেই কাজ শুরু করবে রাজ্য সরকারের স্বীকৃত প্রথম কারখানাটি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহন নীতি অনুসারে ১৫ বছরের উপরের গাড়ি বাতিল করতে হবে। সেই গাড়িগুলি কাটার জন্য হাওড়ার উলুবেড়িয়ায় PPP মডেলে উদ্যোগে ওই কারখানাটি তৈরি করা হয়েছে। যেখানে ২৪ হাজার হালকা ও মাঝারি গাড়ি এবং ১২ হাজার ভারি গাড়ি কাটাই করার পরিকাঠামো তৈরি করা হয়েছে।

পরিবহন দফতর সিদ্ধান্ত অনুযায়ী, এর পর জেলায় জেলায় অন্তত একটি করে এই ধরনের ইউনিট (Unit) তৈরি করা হবে। দশটি জেলায় এই স্ক্র্যাপ ইউনিট (Unit) তৈরির জন্য পরিবহন দফতর আগ্রহী ব্যক্তি বা সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনকারী সংস্থার কাছে স্ক্র্যাপ ইউনিট তৈরির জন্য উপযুক্ত জমি থাকতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারের বেঁধে দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১ এপ্রিল থেকে  ধাপে ধাপে পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বাতিল হওয়া গাড়িগুলিকে ভাঙার জন্য প্রয়োজন স্ক্র্যাপ ইউনিট। কিন্তু রাজ্যে স্ক্র্যাপ ইউনিটের সংখ্যা যথেষ্ট নয়। সেই কারণে নতুন কারখানা তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashi Chakraborty) জানিয়েছেন, পুরনো বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেই কাগজ দেখিয়ে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে তিনি পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন।

পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। নতুন গাড়ি কেনার জন্য কর ছাড়ের মতো কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...