Saturday, November 8, 2025

বাতিল গাড়ি কাটার জন্য এবছরেই চালু হবে রাজ্য স্বীকৃত প্রথম কারখানা

Date:

Share post:

বাতিল হওয়া গাড়ি কাটার জন্য চলতি বছরেই কাজ শুরু করবে রাজ্য সরকারের স্বীকৃত প্রথম কারখানাটি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহন নীতি অনুসারে ১৫ বছরের উপরের গাড়ি বাতিল করতে হবে। সেই গাড়িগুলি কাটার জন্য হাওড়ার উলুবেড়িয়ায় PPP মডেলে উদ্যোগে ওই কারখানাটি তৈরি করা হয়েছে। যেখানে ২৪ হাজার হালকা ও মাঝারি গাড়ি এবং ১২ হাজার ভারি গাড়ি কাটাই করার পরিকাঠামো তৈরি করা হয়েছে।

পরিবহন দফতর সিদ্ধান্ত অনুযায়ী, এর পর জেলায় জেলায় অন্তত একটি করে এই ধরনের ইউনিট (Unit) তৈরি করা হবে। দশটি জেলায় এই স্ক্র্যাপ ইউনিট (Unit) তৈরির জন্য পরিবহন দফতর আগ্রহী ব্যক্তি বা সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনকারী সংস্থার কাছে স্ক্র্যাপ ইউনিট তৈরির জন্য উপযুক্ত জমি থাকতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারের বেঁধে দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১ এপ্রিল থেকে  ধাপে ধাপে পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বাতিল হওয়া গাড়িগুলিকে ভাঙার জন্য প্রয়োজন স্ক্র্যাপ ইউনিট। কিন্তু রাজ্যে স্ক্র্যাপ ইউনিটের সংখ্যা যথেষ্ট নয়। সেই কারণে নতুন কারখানা তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashi Chakraborty) জানিয়েছেন, পুরনো বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেই কাগজ দেখিয়ে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে তিনি পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন।

পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। নতুন গাড়ি কেনার জন্য কর ছাড়ের মতো কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...