Monday, November 3, 2025

শাহি সভার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম

Date:

Share post:

লোকসভা ভোটের আগে একের পর এক বিস্ফোরক মন্তব্যে বঙ্গ বিজেপি নেতাদের প্রবল অস্বস্তিতে ফেলছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এবার ধর্মতলায় অমিত শাহের সভার আগে ফের দলের সাধারণ কর্মী-সমর্থকদের কাছে বার্তা দিয়ে রাজ্য নেতাদের তোপ দাগলেন অনুপম। যা নিয়ে গেরুয়া শিবিরেড অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে।

আগামী ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভা। প্রধান বক্তা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বেসুরো অনুপম তাল কাটছেন সভারই।

অনুপম ফের একবার ফেসবুক লাইভ করে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করে দিলেন রাজ্যে নেতাদের বিরুদ্ধে। ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘প্রচুর বাধান সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল ও চোর বিজেপি দুটোই শত্রু, ঘরে বাইরে আমার শত্রু, তাই আমার রিস্ক বেশি।’ একইসঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, পার্টিতে ধান্দাবাজ রয়েছে, একদিকে পদাধিকারী আর অন্যদিকে রাতে তৃণমূলের সঙ্গে বৈঠক হচ্ছে।

অনুপমের আরও অভিযোগ, অযোগ্য নেতাদের জন্যেই বহু কর্মী অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছে। দলের কয়েকজনকে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বলেও ব্যাখ্যা করেন অনুপম। যোগ্য না হলেও স্তাবক ও কাছের লোকদের জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে।

শাহি সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, ‘বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।’

আরও পড়ুন:ই.জরায়েল-হা.মাস যু.দ্ধবিরতিতে ২০ বছর পর গা.জায় নেতানিয়াহু!

 

 

 

 

 

 

spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...