Sunday, November 9, 2025

কেন্দ্রীয় ব.ঞ্চনার প্রতি.বাদে কালো পোশাকে বিধানসভায় তৃণমূল বিধায়করা!

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC ) বিশেষ অধিবেদন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দলের আন্দোলনে নামার কথা জানিয়েছিলেন। নেত্রীর কথামতোই পূর্বনির্ধারিত সূচি মেনে আজ সকাল থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশনে কালো পোশাকে হাজির হন তৃণমূল কংগ্রেসের বিধায়করা (TMC MLA)। গতকাল থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে আজও আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসে কেন্দ্রের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। আজ সকাল থেকেই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh), সেচমন্ত্রী পার্থ ভৌমিকদের (Partha Bhowmik) কালো শার্ট বা পাঞ্জাবী পরে বিধানসভায় আসতে দেখা যায়। এদিন বিধানসভায় শাসক দলের উপমুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy) সাংবাদিকদের বলেন, দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলার মানুষ এর আগেও বহিরাগতদের শিক্ষা দিয়েছে এবারেও তাই হবে। ভোটের আগে শাহি সফর নিয়ে তাপসের কটাক্ষ, গত দুবছর ধরে যেভাবে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে, তাতে প্রতিহিংসামূলক রাজনীতির ছবি স্পষ্ট। বাংলার খেটে খাওয়া মানুষের চোখের জল কি দেখতে পান না অমিত শাহ- নরেন্দ্র মোদিরা?

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজও আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসছেন তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ তারিখ অবধি এই চলবে। কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্লোগান দিয়ে চলছে এই কর্মসূচি। দলের সব শীর্ষ নেতারা হাজির রয়েছেন। রাজ্যের কৃষি তথা পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিত অনুযায়ী সব ঠিক হয়। বঙ্গ বিজেপির নেতাদের কথায়, কেন্দ্র টাকা আটকে রাখছে। তাই এই কালো পোশাক পরে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে লড়াই। এটাই কালা দিবস। যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অমিত শাহকে খোলা চিঠি দেওয়া হচ্ছে যা সোশ্যাল মিডিয়ার পোস্ট করা হবে। প্রায় ৫১ হাজার চিঠি দেওয়া হবে।

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...