Tuesday, August 26, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ফের র‍্যা.গিংয়ের অভিযোগ, ক্যাম্পাসে চা.ঞ্চল্য

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে (Main Hostel) ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে (Campus)। তবে নিজের নাম গোপন রেখে স্নাতকোত্তরের (Post Graduate) প্রথমবর্ষের ওই পড়ুয়া ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। আর পুরো বিষয়টি সামনে আসতেই ফের নতুন করে সংবাদ শিরোনামে উঠে এল যাদবপুর। সূত্রের খবর, অভিযোগপত্রে ওই ছাত্র জানিয়েছেন হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না। এমন পরিস্থিতিতে আর যাই হোক লেখাপড়া চালিয়ে যাওয়া কোনওমতেই সম্ভব নয়।

অভিযোগপত্রে পড়ুয়ার আরও অভিযোগ, হস্টেলে যাওয়ার পর থেকেই তাঁর উপর নানা ভাবে র‌্যাগিংয়ের চেষ্টা করা হয়। প্রথমে যখন হস্টেলে মেস চালু হয়, তখন পড়ুয়াকে মেস কনভেনর করা হয়। কিন্তু, হস্টেলে নতুন হওয়ার কারণে মেস কমিটি যেভাবে তাঁকে বাজার করতে বলে, সেভাবে বাজার করতেন। তা সত্ত্বেও গত ২৫ নভেম্বর সকালে বাজারের পর মাছের পরিমাণ কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই বলে পড়ুয়াকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। এরপরই ওই ছাত্রের অভিযোগ, ঘটনার পর থেকে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। তারপর মেস কনভেনরের পদ থেকে তাঁকে বাদ দেওয়া হয় এবং তারপর থেকেই ওই পড়ুয়াকে লাগাতার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।

গত অগাস্ট মাসেই বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই র‍্যাগিংয়ের কারণে ছাত্রমৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নয়া অভিযোগে অস্বস্তিতে শতাব্দীপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়। তবে এই ছাত্রমৃত্যুর ঘটনার পরই তড়িঘড়ি ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু র‍্যাগিংয়ের নয়া অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে। তবে লাগাতার এমন অভিযোগে ফের প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা।

 

 

 

 

spot_img

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...