Sunday, November 2, 2025

নাকা চেকিংয়ে গাড়ি আটকাতেই চোখ কপালে পুলিশের! উদ্ধার কোটি কোটি টাকা, গ্রে.ফতার ২

Date:

Share post:

নাকা চেকিং (Naka Checking) চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বৃহস্পতিবার নাকা চেকিং করার সময় টাকা ভর্তি বেশ কয়েকটি ব্যাগ নজরে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশ (Police) আধিকারিকদের। তবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যাগভর্তি টাকা এক সুপারি ব্যবসায়ীর (Businessman)। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কর্নাটকের হোলালকেরে এলাকায় নাকা চেকিং চলছিল চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে তারা খবর পায়, একটি গাড়িতে বেশ কয়েকটি ব্যাগে করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই সতর্ক হয়ে যায় পুলিশ। এরপর সূত্র মারফৎ খবরের ভিত্তিতে ওই গাড়িকে দাঁড় করানো হয়। আর গাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং হচ্ছে দেখে চালক গাড়িটিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় পুলিশের দল তাড়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে। তারপর তল্লাশি চালিয়ে গাড়ির আসনের নীচ থেকে বেশ কয়েকটি ব্যাগে ঠাসা টাকার বান্ডিল নজরে আসে পুলিশের। তখনই চালক এবং তাঁর সঙ্গীকে গাড়ি থেকে নামিয়ে জেরা শুরু করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেরায় এক জন নিজেকে শচিন বলে পরিচয় দিয়েছেন। তিনি গাড়ি চালাচ্ছিলেন। অন্য জনের নাম হরিশ বলে জানা গিয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ব্যাগে মোট আট কোটি টাকা রয়েছে। সেই টাকা শিবমোগায় সুরেশ নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে টাকাগুলি বাজোয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং তাঁর সঙ্গীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের থেকে ওই সুপারি ব্যবসায়ীর সমস্ত খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই চক্রে আর কারা কারা জড়িত? কী কারণে অত টাকা ব্যবসায়ীকে পৌঁছে দেওয়া হচ্ছিল তার সবটাই জানতে চায় পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...