বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার বিষয়টি নিয়ে বুধবার থেকেই শোরগোল চলছে বিধানসভায়। এর জন্য ১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এনিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, জাতীয় সংগীতের যথাযথ মর্যাদা দেওয়া এবং শ্রদ্ধার সঙ্গে পালন করা কর্তব্য। কিন্তু বিরোধী দলের আচরণ এবং তাঁরা যে অপরাধ করেছেন, তার তদন্ত হওয়া উচিত। আমরা অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে। আইনগতভাবে যা করার পুলিশ করবে।
তিনি আরও বলেন, বিজেপি যে দেশপ্রেমের কথা বলে সব ভাঁওতাবাজি। না হলে আমরা জাতীয় সংগীত শুরু করার সঙ্গে সঙ্গে ফের ওরা ফিরে এসে এভাবে অসভ্যতামি করত না।

বৃহস্পতিবার বিকেলে ঘণ্টাখানেক বিধানসভার ছবি দেখে বোঝার উপায় ছিল না, জায়গাটা আদতে কোথায়। একদিকে থালা বাজানো হচ্ছে, তো অন্যদিকে বাঁশি, ঝুমঝুমি। শব্দের জোরে কে কাকে পাল্লা দেবে, সেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তৃণমূলের ধরনার পালটা বিজেপিও কোনও অনুমতি, প্রস্তুতি ছাড়াই বিক্ষোভ শুরু করে। থালার সঙ্গে পাল্লা দিতে তাঁদের তরফে বাঁশি, ঝুমঝুমি, শাঁখ নিয়ে আসা হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভরত বিধায়কদের জন্য আনা হয় লজেন্স।
