Saturday, August 23, 2025

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘোষণা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ফর্ম‍্যাটের দল। সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি। বোর্ডের তরফে জানান হয়েছে বিরাট কোহলি এবং রোহিত সাদা বলের সিরিজ থেকে বিরতি চেয়েছেন। সেই কারণেই সাদা বলের সিরিজে নেই তারা।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলের অধিনায়ক কে এল রাহুল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক পান্ডিয়া।

৩) বিশ্বকাপের মতন টুর্নামেন্টে খেলতে না পেরে অধিনায়ক রোহিত শর্মার ওপর কি রেগে রয়েছেন অশ্বিন। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলার। অশ্বিন বলেন, আমি রোহিতের জুতোয় পা গলালে দলের বদল নিয়ে ১০০ বার ভাবতাম।

৪) বাজি হেরে গেলেন ইংল‍্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। ভারত বিশ্বকাপ জিতবে, এমনটাই বাজি ধরেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বাজি হেরে যান তিনি। এদিন এমনটাই জানালেন কেভিন পিটারসন।

৫) কলকাতা লিগের ডার্বিতে মাঠে না খেলেই জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। দীর্ঘ টালবাহানার পর গতকাল ছিল কলকাতা লিগে ছিল ইমামি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্টের ম‍্যাচ। সেই ম‍্যাচ খেলতে ইস্টবেঙ্গল এলেও, মাঠে এলো না সবুজ-মেরুন দল। এক ঘন্টা অপেক্ষা করার পর লাল-হলুদকে ওয়াকওভার দিয়ে দেওয়া হয়।

৬) ভারতীয় ফুটবলে ম‍্যাচ গড়াপেটার কালো ছায়া। যা নিয়ে সরব হয়েছে এআইএফএফ। এদিন সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, আইলিগে খেলা বেশ কিছু ফুটবলারের কাছে জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব রেখেছিলেন। তা নিয়ে তদন্ত করতে চলেছে এআইএফএফ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...