Thursday, August 21, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ মা.মলায় ফের আদালতের ভর্ৎস.নার মুখে সিবিআই

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের সমালোচনার মুখে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থা ও অভিযুক্ত পক্ষের আইনজীবী উভয়েই এই মামলা প্রক্রিয়ায় বিনা কারণে সময় ব্যয় নিয়ে সিবিআই বিশেষ আদালতে শুক্রবার প্রশ্ন তোলেন। তারই উত্তরে বিচারক রানা দাম বলেন, এই মামলার আদি আছে, অন্ত নেই। কার্যত মামলার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, নিলাদ্রী ঘোষ, তাপস মণ্ডল, কৌশিক মাঝি, পার্থ সেনকে সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন এই মামলার চার্জশিট পেশ হওয়ার পরও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে সিবিআই-এর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন অভিযুক্তদের পক্ষে ৩ দিন আগে যে জামিনের আবেদনের শুনানি হয়েছে, সেই মামলারই ফের কেন শুক্রবার শুনানি হচ্ছে। দুপক্ষের সওয়ালের প্রেক্ষিতেই এই মামলা নিয়ে ফের প্রশ্ন তোলেন আইনজীবী। তিনি সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করেন কেন বিচার প্রক্রিয়া শুরু হতে এখনও দেরি হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার কুন্তল ঘোষের জামিনের আবেদন করা হয় সিবিআই বিশেষ আদালতে। সেই মামলায় বিচারক কুন্তলকে প্রশ্ন করেন জামিনের ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে বিচারব্যবস্থার প্রতি আস্থার কথা জানান কুন্তল। এদিন তাপস মণ্ডল, কৌশিক মাঝি ও পার্থ সেনের জামিনেরও আবেদন জানানো হয় আদালতে।এই মামলার পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...