Monday, May 5, 2025

প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই-ইডির সমন্বয় নেই কেন, প্রশ্ন ক্ষু.দ্ধ হাই কোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সংশ্লিষ্ট মামলায় ইডি-সিবিআইয়ের সমন্বয়ের অভাব নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইকে ইডির সঙ্গে কথা বলে চার্জশিট তৈরি করতে বলেন তিনি। সঙ্গে জানান, প্রাথমিক মামলার পরিণতিও অতীতের সারদা মামলার মতো হয়ে যাক, তা তিনি চান না। তদন্তকারী সংস্থাকেই এবিষয়ে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলা শুরুর জন্যে সিট প্রধান অশ্বিন সেনভিকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইডির সঙ্গে সমন্বয় রেখে সিবিআইকে পদক্ষেপ করার নির্দেশ দেয় উচ্চ আদালত।

বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন সেনভি এদিন জানান, শীঘ্রই দ্বিতীয় চার্জশিট তৈরি করা হবে। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডির প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর বক্তব্য ছিল, ইডির সঙ্গে সিবিআই খুব বেশি যোগাযোগ রাখেনি। সেকারণেই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তের নাম নেই। সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত ইডির সঙ্গে সিবিআইকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ট্রায়াল নিয়ে সিবিআই কী পদক্ষেপ করেছে তা আদালতকে আগামী শুনানিতে জানাতে হবে। একইসঙ্গে ‘এতবড় নিয়োগ দুর্নীতি’-র অভিযোগ কেউ জানত না এমন তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি।

আরও পড়ুন- পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা প্রাক্তন এই পাক ক্রিকেটার

spot_img

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...