আগের তুলনায় জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও বিপদমুক্ত নন।জানা গেছে, আইসিইউ থেকে বের করে কার্ডিওলজির কেবিনে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রীকে। তবে মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কেবিনে শুয়ে ভগবানকে ডাকছেন বালু।

ইডির নজরদারিতে কার্ডিওলজির কেবিনে রয়েছেন। কিন্তু মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন। সূত্রের খবর, এসএসকেএমের বারো নম্বর কেবিন থেকে মাঝেমধ্যে শোনা যাচ্ছে, “ঠাকুর আমায় রক্ষা করো। ঠাকুর আমার কোনও দোষ নিও না। ঠাকুর আমায় ভালো করো।”
এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের। বনমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ধারনা, লাগামছাড়া সুগারের জন্য তাঁকে ইনসুলিন ও আরও তিনরকমের ওষুধ খেতে হয়। এ ছাড়াও কিডনি ও স্নায়ুর সমস্যার জন্য নিয়ম করে ওষুধ খেতে হয়। সম্ভবত দ্রুত রক্তে শর্করার হার কমে যাওয়ায় জন্য জ্ঞান হারাচ্ছেন জোতিপ্রিয় মল্লিক।
শনিবার তাঁর শরীরের কিছু পরীক্ষা করানো হয়েছে। সোমবারও আবার কিছু পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
