Wednesday, January 14, 2026

দুদিন বিরতির পর সোমবার থেকে ফের বসছে বিধানসভা

Date:

Share post:

দু’দিন বিরতির পরে সোমবার ফের রাজ্য বিধানসভার বর্ধিত অধিবেশন বসতে চলেছে। সকালে প্রশ্নোত্তর পর্বের পরে অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপরে দেড় ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে। এর মাঝে বিরতিতে আগামী দিনে অধিবেশনের কর্মসূচি স্থির করতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় নবনির্মিত একটি প্রদর্শনীশালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়ের প্রেক্ষিতে রাজ্য বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয়োৎসবে শামিল হয়ে শাসকদল এবং স্পিকারকে বিড়ম্বনায় ফেলতে পারেন বিরোধী দলনেতা। স্পিকারের নির্দেশ অমান্য করেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে স্পিকার সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতাকে। এরই মধ্যে বিধানসভায় বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেন। এই অভিযোগে এরই মধ্যে একাধিক বিজেপি বিধায়ককে তলব করেছে পুলিশ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা চত্বরে অনুমতি ছাড়া প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ধরনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই ধরনের কোনও কর্মসূচি গ্রহণের আগে তাঁর কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে তবেই বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি করা যাবে।

আরও পড়ুন- ‘বাংলা থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর ল.ড়াই’! হলদিয়ায় মেলা উদ্বোধনে এসে মন্তব্য মদনের

spot_img

Related articles

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে 'কুকুরমুক্ত গ্রাম' করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder)...

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...

অপরিকল্পিত এসআইআরে মহিলারাই টার্গেট! বিজেপির দলদাস কমিশনকে নিশানা তৃণমূলের

অপরিকল্পিত এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত চলছে। বিজেপির দলদাস কমিশন (Electiom commission) এই কাজে বিশেষভাবে...