Monday, August 25, 2025

পালাবদলের পরই মরুরাজ্যে হিং.সা! দু.ষ্কৃতীদের গু.লিতে ঝাঁ.ঝরা করণি সেনা প্রেসিডেন্ট

Date:

Share post:

সরেছে হাত, এবার মরুরাজ্যে ফুটেছে পদ্ম। আর ক্ষমতার ‘পালাবদলের’ পরই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। এখনও রাজস্থানে নতুন সরকার গঠন হয়নি। তার আগেই শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান (Rajput Karni Sena President) সুখদেব সিং গোগামেদিকে (Sukhdev Singh Gogamedi), তাঁর বাড়িতে ঢুকেই গুলি চালিয়ে নারকীয়ভাবে হত্যার অভিযোগ। ঘটনার ভয়াবহতা দেখে চোখ কপালে উঠেছে দেশবাসীর। রাজপুত করণি সেনার নেতা হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। জয়পুর পুলিশ (Jaipur Police) সূত্রে খবর, শ্যামনগর এলাকায় সুখদেবের বাড়িতে ঢুকে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী। আর এমন ভয়াবহ ঘটনা সামনে আসতেই নিন্দায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজস্থানে পালাবদলের পরই ‘অপারেশন কমলের’ আসল ছবি সামনে এল। রাজস্থানে (Rajasthan) ক্ষমতা দখলের পর নিজেদের ‘পথের কাঁটা’ সরাতেই কী এমন ছক বিজেপির (BJP)? ইতিমধ্যে সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

তবে সিসিটিভিতে গোগামেদিকে হত্যার দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই সশস্ত্র দুষ্কৃতী করনি সেনা প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সেই সময় দরজায় আরও এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তাঁকে লক্ষ্য করেও গুলি ছুড়তে দেখা যায় দুষ্কৃতীদের। গুলি লাগতেই সোফা থেকে নীচে পড়ে যান গোগামেদি। এরপর গোগামেদির মৃত্যু নিশ্চিত করতে, সোফা থেকে পড়ে যাওয়ার পরও খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ গোগামেদি বাড়িতেই ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রাজপুত করণি সেনার প্রাক্তন রাজ্য সভাপতি অজিত সিং মামদোলিও। তিনি জানিয়েছেন, এদিন ৩-৪ দুষ্কৃতী সুখদেব সিং গোগামেদির বাড়িতে এসেছিল। নিরাপত্তারক্ষীদের দুষ্কৃতীরা জানান, তারা সুখদেব সিং গোগামেদির সঙ্গে দেখা করতে চান। এরপর নিরাপত্তারক্ষীরাই তাদের বাড়ির ভিতরে নিয়ে আসেন। তাদের চা খেতেও দেয়। কিন্তু চা খাওয়ার পর আচমকাই গোগামেদিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। এদিকে অজিত সিংয়ের অভিযোগ, তাঁকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল। গুলির আঘাতে তিনিও আহত হন।

তবে এই ভয়াবহ খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের অন্যতম সদস্য রোহিত গোদারা কাপুরিসার। করণি সেনা প্রধানকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই হত্যার দায় স্বীকার করেছে সে। এর আগে, সুখদেব সিং গোগামেদিকে হত্যার হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহেরা। সেই হুমকির বিষয়ে জয়পুর পুলিশে অভিযোগও জানিয়েছিলে গোগামেদি। তবে এদিন হত্যার পর সোশ্যাল পোস্টে সম্পত লেখে, “গোগামেদির হত্যার সম্পূর্ণ দায় নিচ্ছি আমি। আমিই এই খুন করিয়েছি। ও আমাদের শত্রুদের সঙ্গে একজোট হয়ে তাদের সহায়তা করছিল। তাদের হাত মজবুত করছিল। আর আমাদের শত্রুদের বলব, নিজেদের ঘরের বাইরে চিতা তৈরি রাখুন। শীঘ্রই দেখা হবে। উল্লেখ্য, চলতি বছরের অগাস্টেই রাজপুত করণি সেনার আর এক শীর্ষস্থানীয় নেতা ভানওয়ার সিংকেও গুলি করে হত্যার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে প্রকাশ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং গোগামেদির হত্যার সম্পূর্ণ দায় নিলেও এর পিছনে অন্য কারও হাত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...