১) মায়ামিতে খেলতে আসার আগে তিনি সৌদি প্রো লিগেও খেলার কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের অনুরোধ উপেক্ষা করতে পারেননি বলেই চলে আসেন ইন্টার মায়ামিতে লিওনেল মেসি।

২) হার্দিক পান্ডিয়ার পথে মহম্মদ শামিও? ১৯ ডিসেম্বরের নিলামের আগেই গুজরাত টাইটান্স থেকে বাংলার জোরে বোলারকে কিনে নিতে পারে অন্য একটি ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর, আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে।

৩) এএফসি কাপে হারের বদলা নেওয়া হল না মোহনবাগানের। তবে শেষ মুহূর্তে সাদিকুর করা গোলে ২-২ গোলে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করল সবুজ মেরুন শিবির। জোড়া গোল করলেন তিনি।
৪) ইংল্যান্ডের মহিলা দলের কাছে প্রথম টি-২০ ম্যাচে হেরে গেল ভারতের মহিলা দল। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৯৭ রান। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান তোলেন হরমনপ্রীত কৌরেরা।

৫) ক্রিকেট থেকে আপাতত ছুটি শুভমন গিলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের সিরিজ খেলবেন না। তিনি ইংল্যান্ডে ঘুরছেন। সেখানেই দেখা করলেন রশিদ খানের সঙ্গে।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
