Wednesday, December 24, 2025

রাম মন্দির উদ্বোধনের অতিথি তালিকায় সেলেব চমক! কারা আমন্ত্রণ পেলেন?

Date:

Share post:

বছর ঘুরলেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন (Inauguration of Ram Mandir ) অনুষ্ঠান। আগামী ২২ জানুয়ারি নবনির্মিত এই মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সঙ্গে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অন্যান্য অতিথিরাও। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে সব থেকে বড় চমক আমন্ত্রিত তালিকায় উঠে আসা সেলিব্রিটিদের নামে। ব্যবসা থেকে বিনোদন, খেলা থেকে রাজনীতি, সব জগতের হাইপ্রোফাইল সেলিব্রেটিদের আমন্ত্রণের তালিকা তৈরি হয়েছে। জানেন সেখানে স্থান পেলেন কারা?

রাম মন্দিরের উদ্বোধনের দিন নামজাদা তারকাদের উপস্থিতি নজর কাড়বে। রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ৭ হাজারেরও বেশি আমন্ত্রণ পাঠানো হয়েছে। এরমধ্যে ৩ হাজার জন ভিআইপি অতিথি রয়েছেন। সিনেমা, ক্রিকেট, শিল্পমহলের একের পর এক তারকাকে আমন্ত্রণ জানাচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হয়েছে। এই তালিকায় রয়েছেন ক্রীড়া জগতের অন্যতম খ্যাতনামা ব্যক্তিত্ব সুনীল গাভাস্কার, কপিলদেব, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরাট কোহলি, রোহিত শর্মা। এ ছাড়াও চিঠি পেয়েছেন ফুটবলার বাইচুং ভুটিয়া, অলিম্পিয়ান মেরি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু, পি গোপীচাঁদ। বিনোদন জগতের মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বর্ষীয়ান সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে, অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারকে। এছাড়া অরুণ গোভিল ও দীপিকা চিখিলা, যারা রামায়ণ সিরিয়ালে রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। বিজেপি শিবিরের রাজনৈতিক ব্যক্তিত্ব লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, বিনয় কাটিয়ার, উমা ভারতীর মতো বর্ষীয়ান রাজনীতিবিদদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আলাদা আলাদা ধর্মগুরুদেরও নিমন্ত্রণ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। রাম মন্দির আন্দোলনে যে ৫০ জন করসেবক প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

নিরাপত্তায় কোনওরকম গলদ যাতে না থাকে তার জন্য একাধিক নিয়ম জারি করেছে আদিত্যনাথ সরকার। যে সকল সাধু সন্ত এবং ধর্মগুরুরা ২২ তারিখ অযোধ্যার মন্দিরে উপস্থিত থাকবেন, তাঁদের পরিচয় পত্র হিসেবে দেখাতে হবে নিজস্ব আধার কার্ড। মোবাইল কিংবা মানি পার্স অথবা পুজো দেওয়ার প্রয়োজনীয় সামগ্রী ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...